মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নতুন মৌসুমে নতুন রূপে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে নতুন রূপে শেখ রাসেল

২০২১-২০২২ মৌসুমে ফুটবলে ঘরোয়া আসর মাঠে নামার অপেক্ষায় রয়েছে। তবে শীর্ষস্থানীয় দলগুলো এর মধ্যে পছন্দের খেলোয়াড়দের নিশ্চিত করে ঘর গুছিয়ে নিয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলার কালেকশনেও নেমে পড়েছে। দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতি বছর শক্তিশালী দল গড়লেও দুর্ভাগ্যক্রমে ট্রফি ঘরে তুলতে পারছে না। এবার সাফল্য পেতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। শিরোপা জিততেই তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। সেই সঙ্গে উঠতি খেলোয়াড়দেরও প্রাধান্য দেওয়া হয়েছে। পরিচালক (ক্রীড়া) অভিজ্ঞ সংগঠক সালেহ জামান সেলিম বলেন, ‘আমরা ক্লাব চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের নির্দেশে ফুটবলে সেরা দল গড়ছি। আশা করি অধরা শিরোপা এবার ধরা দেবে। নতুন মৌসুমে নতুন শেখ রাসেলের দেখা মিলবে।’ দলবদলের বাইলজ মেনেই ইতিমধ্যে বেশ কজনার সঙ্গে চুক্তিও করে ফেলেছে ক্লাবটি। পেশাদার লিগের পেশাদারিত্ব মেনে গতকাল বিকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাব ভবনে পুরনো ও নতুন যোগ দেওয়া কোচ ও ফুটবলারদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। ক্লাব সহসভাপতি বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও ইস্ট ওয়েস্ট মিডিয়ার পরিচালক ইমদাদুল হক মিলন খেলোয়াড়দের হাতে চেক তুলে দেন। সদস্য সচিব ইসমত জামিল আখন্দ, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, পরিচালক (অর্থ) মো. ফখরুদ্দিনসহ অন্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন। হেড কোচ সাইফুল বারী টিটু ও সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকেও চেক বুঝিয়ে দেওয়া হয়।

খেলোয়াড়দের মধ্যে আশরাফুল ইসলাম রানা, নাসির উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান সোহাগ, রাসেল মাহমুদ লিটন, আসাদুজ্জামান বাবলু, হেমন্ত ভিনসেন্ট, সবুজ, খালেকুজ্জামান, মো. সাদ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ, মান্নাফ রাব্বি, মাহবুব রহমান জুয়েল, দীপক রায়, মো. ইমন, রাশেদুল ইসলাম, রাব্বি ও ফাহিম চেক বুঝে নেন। মানিক মোল্লা, দুখু মিয়া ও সুমন রেজা পরে চেক নেবেন।

সর্বশেষ খবর