বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নামিবিয়ার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নামিবিয়া। সেবার গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হেরেছিল দেশটি। এরপর আর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলেনি। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছে। প্রথমবারেই ইতিহাস লিখেছে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশটি। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সুপার টুয়েলভ নিশ্চিত করে। যদিও শ্রীলঙ্কার কাছে হেরেছে। গতকাল সুপার টুয়েলভে সাফল্যের হাসি হেসেছে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুরন্ত ক্রিকেট খেলে তুলে নিয়েছে ৪ উইকেটের জয়। যা দেশটির ক্রিকেট ইতিহাসকে করেছে সমৃদ্ধ। প্রথমবারের মতো সুপার টুয়েলভ খেলেই জয় পেয়েছে। অথচ চূড়ান্ত পর্বে এখন পর্যন্ত বাংলাদেশের জয় একটি। আবুধাবিতে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান। রুবেন ট্রুমপেলম্যান ১৭ রানের খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ৫ বল হাতে রেখে জয়ী নামিবিয়ার সর্বোচ্চ স্কোরার স্মিট অপরাজিত থাকেন ৩২ রানে। ছক্কা মেরেই দলকে জয় উপহার দেন।

সংক্ষিপ্ত স্কোর :

স্কটল্যান্ড : ১০৯/৮, ২০ ওভার ( লিসেক ৪৪, গ্রিভস ২৫, ক্রস ১৯। ট্রুমপেলম্যান ৩/১৭, ফ্রাইলিঙ্ক ২/১))।

নামিবিয়া : ১১৫/৬, ১৯.১ ওভার (স্মিট ৩২*, উইলিয়ামস ২৩, ভ্যান লিঙ্গেন ১৮। লিসেক ২/১২, হুয়িল ১/১৪)।

ফল : নামিবিয়া ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : রুবেন ট্রুমপেলম্যান       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর