বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিনরা

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিনরা

জুলাই-আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ‘দ্য হান্ড্রেড’ ও ‘ক্যারিবীয় প্রিমিয়ার লিগ’ এর জন্য নির্ধারিত সময়ে হতে পারেনি লঙ্কান প্রিমিয়ার লিগ। এখন নতুন সময় নির্ধারিত হয়েছে ৫-২৩ ডিসেম্বর। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার জন্য ৫ টাইগার ক্রিকেটারকে বাছাই করেছে দুটি ক্লাব। ক্যান্ডি ওয়ারিয়র্স দলভুক্ত করেছে মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান রানা এবং কলম্বো স্টার্স নিয়েছে দুই পেসার আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদকে। পাঁচ ক্রিকেটার খেললেও তালিকায় ছিলেন ১০ ক্রিকেটার। বাকি পাঁচ ক্রিকেটার ছিলেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও ইমরুল কায়েশ। আহ্বান থাকা সত্ত্বেও নাম লেখাননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে তাসকিনের খেলার সম্ভাবনা কম। কারন ঘরের মাঠে পকিস্তানের বিপক্ষে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাকি চারজনের খেলার সম্ভাবনা বেশি। পাকিস্তান সিরিজের পর ডিসেম্বরে যাবে নিউজিল্যান্ড। লঙ্কান প্রিমিয়ার লিগের খেলাগুলো হবে কলম্বো ও হাম্বানটোটায়। পাঁচ টাইগার ছাড়াও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আমির খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সে। তাসকিনের কলম্বো স্টার্সে নেওয়া হয়েছে ক্রিস গেইল ও মোহাম্মদ ইরফান। ডাম্বুলা জায়ান্টসে খেলবেন রাইলি রুশো, ইমরান তাহির এবং জাফনা কিংসে খেলবেন ফাফ ডু প্লেসি ও শোয়েব মালিক।

সর্বশেষ খবর