শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হলো না সোনা জয়

ক্রীড়া প্রতিবেদক

হলো না সোনা জয়

সোনার স্বপ্ন পূরণ হলো না। রোপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের আর্চারদের। গতকাল সকালে আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ-রুবেল মুখোমুখি হন। প্রত্যাশা ছিল এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম সোনার পদক জিতবে। প্রত্যাশা আর পূরণ হলো না। দক্ষিণ কোরিয়ার রিও সুজং এবং লি সিউং ইউন জুটির কাছে ১-৫ সেটে হেরে যায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.)। রৌপ্য জিতলেও এশিয়ান আর্চারিতে এটিই বড় অর্জন বাংলাদেশের। কেননা এর আগে কেউ রৌপ্য জিততে পারেননি। এই পদক দিয়ে নতুন রেকর্ড গড়েছে। রোমান সানার সঙ্গে জুটি বেঁধে দিয়া এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপেও রৌপ্য জিতেছিলেন। বাংলাদেশের আর কোনো আর্চার বড় দুই আসরে পদক জিততে পারেননি। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুটি তামার পদক জেতারও কৃতিত্ব রয়েছে। দক্ষিণ কোরিয়া ধরাছোঁয়ার বাইরে থেকে এশিয়ান আর্চারিতে চ্যাম্পিয়ন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর