সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি

ক্রীড়া প্রতিবেদক

১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধাদের ত্যাগ চির স্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধে ক্রীড়াবিদদের অবদানও কখনো ভোলবার নয়। স্বাধীন বাংলা ফুটবল দলও গঠন হয়। জীবনের ঝুঁকি নিয়ে অনেক ফুটবলারই দেশের টানে স্বাধীন বাংলা দলে নাম লেখান। স্বাধীন বাংলা দলের ফুটবলার ভারতের বিভিন্ন অঞ্চলে প্রীতি ম্যাচে অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড সংগ্রহ করেন। স্বাধীন বাংলা দলের প্রতিটি জার্সি দেশের অহঙ্কার হয়ে থাকলেও কেউ কোনোদিন গুরুত্ব দেননি। এ জার্সি জাতীয় জাদুঘরে রাখা উচিত হলেও তা হয়নি। যাক স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক চিহ্ন হিসেবে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলার সুভাষ শাহর জার্সিটি তুলে দেন স্বাধীন বাংলা দলের ম্যানেজার অভিজ্ঞ সংগঠক তানভীর মাজহার ইসলাম তান্না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে শেখ আশরাফ আলী, সুভাষ সাহা ও এনায়েতুর রহমান খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর