শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল

লিওনেল মেসি নেই। নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বিশ্বসেরা ফুটবলার ছিলেন স্প্যানিশ ফুটবলের প্রাণভোমরা। মেসি-বার্সেলোনা যেমন সমার্থক শব্দ, একইভাবে রোনালদো-রিয়ালও সমোচ্চারিত শব্দ। দুই বিশ্বসেরা ফুটবলার এখন ভিন্ন ভিন্ন লিগে খেলেন। মেসির দল ফ্রেঞ্চ লিগের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং রোনালদোর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বিশ্বসেরা ফুটবলার নেই বলে, লা লিগার আকর্ষণ হারিয়েছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো এখন সেই আবেদন ছড়ায় না। পরশু রাতে সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হয়েছিল দুই বিশ্বসেরা ফুটবল ক্লাব। স্প্যানিশ সুপার কাপের টানটান উত্তেজনার প্রথম সেমিফাইনালে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। পরতে পরতে উত্তেজনা ছড়ানো ক্লাসিক লড়াইয়ে রিয়াল জিতেছে অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানে। নির্ধারিত ৯০ মিনিট ম্যাচটি সমতায় ছিল ২-২ গোলে। কার্লোস আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ জিতলেও বার্সার কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, তার দলেল নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। আরেক সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ম্যাচে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। কাতালানদের পক্ষে সমতা আনেন লুক ডি ইয়ং। ফের রিয়ালকে এগিয়ে নেন ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নির্ধারিত সময়ে সমতা আনেন বার্সার তরুণ স্ট্রাইকার আনসু ফাতেহ। অতিরিক্ত সময়ে গোল করে রিয়ালকে ফাইনালে উন্নীত করেন ভালভেরদে। লিগে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে বার্সেলোনা। পালাবদলে বার্সেলোনা শক্তি হারিয়ে পিছিয়ে পড়েছে। রিয়াল পালাবদলের ধাক্কা সামলে গুছিয়ে নিয়েছে নিজেদের। সেমিফাইনালে হারলেও ২০ মিনিটের লড়াইয়ে বার্সা প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ২০টি। রিয়াল নিয়েছে ১৪ শট। নিরপেক্ষ মাঠে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিওস জুনিয়র। ৪১ মিনিটে সৌভাগ্যসূচক শটে সমতায় আসে বার্সেলোনা লুক ডি ইয়াংয়ের গোলে।

সর্বশেষ খবর