বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রবসনেই কিংসের জয়

ক্রীড়া প্রতিবেদক

রবসনেই কিংসের জয়

বাংলাদেশের ফুটবল লিগে সাধারণত বিদেশিদের ওপরই নির্ভরতা থাকে বেশি। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়েও যায়। চার বিদেশিকেই ডিফেন্স, মিডফিল্ড আর ফরোয়ার্ড লাইন সামলাতে দেখা যায়। গতকাল এক ভিন্ন চিত্র দেখা গেল বসুন্ধরা কিংস অ্যারিনায়। কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ আগে থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। বসনিয়ান ফরোয়ার্ড স্টোয়ান ব্রানিয়েসও দলে নেই। গতকাল রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের আগে ইরানি ডিফেন্ডার খালেদ শাফিকেও হারান অস্কার ব্রুজোন। পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। এমআরআই করার পরই ইনজুরি কতটা গুরুতর তা জানা যাবে। কিংসে একমাত্র বিদেশি ফুটবলার হিসেবে গতকাল খেলেন রবসন রবিনহো। তারই  নৈপূণ্যে গতকাল ঘরের মাঠে ৩-২ গোলে রহমগতঞ্জকে হারায় বসুন্ধরা কিংস। ম্যাচের ২৯তম মিনিটে রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণের কর্নার কিকে হেড করেন সানডে চিজোবা। ম্যাচের ৩২তম মিনিটে ডি বক্সে জোরাল আক্রমণে যায় পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। ১২ মিনিট পর এগিয়ে যায় অস্কার ব্রুজোনের দল। ৪৪তম মিনিটে মাঝ মাঠের কাছাকাছি থেকে রবসন মাপা পাস দেন ডি বক্সে থাকা ইব্রাহিমকে। দৌড়ানো অবস্থায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ইব্রাহিম। এর কয়েক মিনিট পরই সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে রহমতগঞ্জের সানডে  পেনাল্টি থেকে ব্যবধান ২-২ করেন। ম্যাচের ৭৫তম মিনিটে এই ব্রাজিলিয়ানের কর্নার কিকে ডি বক্সের ভিতর থেকে জোরালো হেডে গোল করেন বসুন্ধরা কিংসের বদলি নামা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষে উঠে এলো বসুন্ধরা কিংস।

এই গোলটাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় এনে দেয়। এরপর রহমতগঞ্জের সানডে গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন। বসুন্ধরা কিংসও বেশ কিছু গোলের দারুণ সুযোগ পায়। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত তারা। কিন্তু এলিটা কিংসলে, মাহদি ইউসুফ আর ইব্রাহিমরা বার বার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বড় জয়ের সুযোগ হাতছাড়া হয় কিংসের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর