মনোসংযোগের অভাবে মাইলফলক গড়া হলো না এনামুল হক বিজয়ের। ব্যক্তিগত ১৮৪ রানের সময় পানি পানের বিরতি নিয়েছিলেন তিনি। এরপর ব্যাট করতে নেমে মনোসংযোগ হারিয়ে পেসার আসাদুজ্জামান পায়েলের বলে লেগ বিফোর হন। মাত্র ১৬ রানের জন্য দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট-‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলা হলো না জাতীয় দলের সাবেক ওপেনার এনামুলের। বাংলাদেশের লিস্ট-‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার সৌম্য সরকার। ২০১৯ সালে আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। ডাবল সেঞ্চুরি মিস করলেও এনামুলের দল প্রাইম ব্যাংক ১১১ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী ২০ রানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। ৫০ ওভারে আবাহনীর সংগ্রহ ৯ উইকেটে ২৬১ রান। জবাবে খেলাঘরের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের গড়া ৫ উইকেটে ৩৮৮ রান দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ২০১৭-১৮ মৌসুমে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর ৪ উইকেটে ৩৯৩ রান এখন পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর। প্রাইমের ৩৮৮ রান তাড়া করতে নেমে শাইনপুকুরের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৭৭ রান। বিকেএসপি-৪ নম্বর মাঠে ম্যাচসেরা এনামুল বিজয় ১৮৪ রানের ইনিংস খেলেন ১৪২ বলে ১৮ চার ও ৯ ছক্কায়। জাতীয় দলের সাবেক ব্যাটার নাসির হোসেন ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩২ বলে ৫ ছক্কা ও ৩ চারে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এনামুলের ১৪২ বলে ১৮৪ রান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর