শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অনন্য উচ্চতায় বিজয়

ক্রীড়া প্রতিবেদক

অনন্য উচ্চতায় বিজয়

প্রিমিয়ার লিগের প্রথম লেগে পাল্লা দিয়ে রান তুলেছেন এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। রেসে কখনো বিজয় এগিয়ে তো, কখনো আবার নাঈম। সুপার লিগে বিজয়ের সঙ্গে রেসে টিকতে পারেননি নাঈম। পিছিয়ে পড়েছেন। নাঈমের জায়গা পূরণ করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সুপার লিগে এনামুল হক বিজয় ও তামিম প্রাইম ব্যাংকের হয়ে রানের ফাল্গুধারা ছুটিয়েছেন। দুজনের রানক্ষুধায় প্রতিপক্ষ দলের বোলারদের নাভিশ্বাস উঠেছে। দুজনেই সুপার লিগে প্রাইম ব্যাংকের হয়ে নতুন বলে ওপেন করেছেন। দুজনেই পাল্লা দিয়ে রান করেছেন। গতকাল শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট। প্রিমিয়ার ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রানার্সআপ হয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিম, এনামুল হক বিজয়ে ছুটে চলা প্রাইম ব্যাংক হয়েছে তিন।

দুই তারকার লড়াইয়ে সাদা চোখে তামিমই এগিয়ে। সুপার লিগে ৪টি ম্যাচ খেলেছেন টাইগার ওয়ানডে। লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে শুধু ৮ রান করেন বাঁ হাতি ওপেনার। পরের তিন ম্যাচে প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে খেলেছেন তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস। চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে ৯০, রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১০৯ ও গাজী ক্রিকেটার্সের বিপক্ষে খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ৪ ম্যাচে তামিমের রান ২ সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে ৩৪৪। প্রথম লেগে রান দৌড়ে এগিয়ে থাকা এনামুল হক বিজয় সুপার লিগেও ছিলেন দুরন্ত। পাঁচ ইনিংসেই খেলেছেন পঞ্চাশোর্ধ্ব। একটি সেঞ্চুরি এবং বাকি চারটি হাফসেঞ্চুরি। লিগে প্রাইম ব্যাংকর শেষ ম্যাচের প্রতিপক্ষ ছিল গাজী ক্রিকেটার্স। ৭৮ রানে জিতেছে গাজীর বিপক্ষে। দুই ওপেনার তামিম ও এনামুল ১৯১ বলে ২১৫ রানের জুটি গড়েন। তামিম ১৩২ বলে ১৩৭ রান করেন। লিস্ট-‘এ’ ক্যারিয়ারে এটা তামিমের ২১ নম্বর সেঞ্চুরি। যা বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই। প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে লিস্ট -‘এ’ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক গড়েন। তামিমের রান এখন ২৭৮ ম্যাচে ১০১৪৯ রান।

প্রিমিয়ার ক্রিকেট শুরু ১৯৭৪ সালে। ২০১৩ সালে লিস্ট-‘এ’ মর্যাদা পায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। এরপর এই প্রথম কোনো ক্রিকেটার হাজার রানের মাইলফলক গড়েছেন। এক মৌসুমে সর্বাধিক রানের রেকর্ড ছিল সাইফ হাসানের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪। গতকাল ৯৬ রানের ইনিংস খেলা এনামুল বিজয়ের রান ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ১১৩৮। সেঞ্চুরি ৩টি এবং হাফসেঞ্চুরি ৯টি। একটি শূন্য, প্রতিপক্ষ আবাহনী এবং ১৫ ব্রাদার্স ইউনিয়ন এবং খেলাঘরের বিপক্ষে ৩।

অন্য ইনিংসগুলো- ১২৭ (রূপগঞ্জ টাইগার্স), ৬০ (সিটি ক্লাব), ৫৩ (লিজেন্ড অব রূপগঞ্জ), ৩৩ (খেলাঘর), ১৮৪ (শাইনপুকুর), ১৫ (ব্রাদার্স ইউনিয়ন), ৯৪ (মোহামেডান), ৭৭ (শেখ জামাল), ৮৫ (গাজী ক্রিকেটার্স), ০ (আবাহনী), ৭৭ (আবাহনী ) ও ৭৩ (লিজেন্ড অব রূপগঞ্জ), ৫২ (শেখ জামাল), ১১২* (রূপগঞ্জ টাইগার্স) ও ৯৬ (গাজী ক্রিকেটার্স)। হাজার রানের কাছাকাছি করেছেন ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ নাঈম ৮০৭। তবে প্রিমিয়ার ক্রিকেটে এক মৌসুমে সর্বাধিক রানের মালিক কেনিয়ার স্টিভ টিকোলো। ২০০১ মৌসুমে মোহামেডানের পক্ষে ১৬ ইনিংসে রান করেছিলেন ১২২৭। ১৯৮৬-৮৭ মৌসুমে গাজী আশরাফ হোসেন লিপু আবাহনীর হয়ে ১০০৬ রান করেছিলেন।

প্রিমিয়ার ক্রিকেটে রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছেন এনামুল। ১১৩৮ রান করে এনামুল জাতীয় দলে ফেরার রাস্তা তৈরি করছেন। ২০১৯ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন এনামুল হক বিজয়।

প্রিমিয়ার ক্রিকেটে চলতি মৌসুমে সর্বাধিক রান শিকারি (৫ ক্রিকেটার)

ক্রিকেটার                            ম্যাচ      ইনিংস  অপ.      রান        সর্বোচ্চ                 গড়                        ১০০/৫০

এনামুল হক বিজয়           ১৫          ১৫          ১             ১১৩৮   ১৮৪                      ৮১.২৮                 ৩/৯ 

নাঈম ইসলাম                   ১৫          ১৫          ২             ৮৫৯     ১২৪                       ৬৬.০৭                                ২/৫

মোসাদ্দেক সৈকত          ১৫          ১৫          ১             ৬৫৮     ৮৮                         ৪৭.০০ ০/৭

জাকির হাসান                    ১৫          ১৫          ০             ৬৩৬    ১২৪                       ৪২.৪০                 ২/৩

চিরাগ জানি                        ১৫          ১৪          ২             ৫৯৭      ১২২                       ৪৯.৭৫                 ১/৪                                               

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর