সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

চার শ’র নিচে আটকাতে চায় লঙ্কাকে

ক্রীড়া প্রতিবেদক

চার শ’র নিচে আটকাতে চায় লঙ্কাকে

ক্যারিয়ারের অধিকাংশ সময়ই মুত্তিয়া মুরলিধরনের ছায়ায় ছিলেন। অথচ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। সাদা পোশাকের ক্যারিয়ারে উইকেটের সংখ্যা ৪০০’র (৪৩৩) বেশি। বোলিং বুট তুলে রাখার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। এখন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজদের স্পিন কোচ। চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন জন্মভূমি শ্রীলঙ্কার বিপক্ষে। স্বদেশের ক্রিকেট শক্তি সম্পর্কে তার ধারণা টাইগার কোচিং স্টাফদের যে কারোর চেয়ে বেশি। চট্টগ্রাম টেস্টে তার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছেন টাইগার তিন স্পিনার সাকিব, তাইজুল ও নাঈম। প্রথম দিন প্রতিপক্ষ লঙ্কানদের যে ৪ উইকেট নিয়েছে মুমিনুল বাহিনী, তার সবগুলোই তিন স্পিনারের। যদিও অ্যাঞ্জেলি ম্যাথিউসের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে সুবিধাজনক অবস্থানে থেকে দিন পার করেছে শ্রীলঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে, লঙ্কানদের ইনিংস কোথায় থামবে? গতকাল দিন শেষে মিডিয়ার মুখোমুখিতে টাইগারদের প্রতিনিধি হয়ে আসা হেরাথ জানান, শ্রীলঙ্কাকে প্রথম ইনিংস ৪০০ রানের নিচে আটকানোর পরিকল্পনা দলের, ‘শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮ রান করেছে। আমি নিশ্চিত কাল (আজ) সকালে যত দ্রুত সম্ভব তাদের ২টি উইকেট নিতে হবে। আমরা ওদের ৪০০ রানের নিচে থামাতে চাই। তাই আর ১২০-১৩০ রানের মধ্যে ওদের বাকি ৬ উইকেট নিতে হবে।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বশেষ টেস্টে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে ‘দ্বীপরাষ্ট্র্র’ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ যে দুটি টেস্ট খেলেছে টাইগাররা, রান বন্যায় ভেসে ড্র হয়েছে। ২০১৮ সালের টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল। ২০১৪ সালের টেস্টটিও ড্র হয়েছিল। ওই টেস্টটি ছিল মূলত কুমার সাঙ্গাকারার। প্রথম ইনিংসে ৩১৯ রান করার পরের ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন লঙ্কান ব্যাটার। সেই পরিসংখ্যানের বিচারে চলমান টেস্টের ভবিষ্যৎ কি?

টাইগার স্পিন কোচ চাইছেন, প্রতিপক্ষকে চারশয়ের নিচে বেঁধে রাখতে। অথচ ব্যাটিংয়ে রয়েছেন ম্যাথিউস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে অপরাজিত থেকে। যদিও ৯০ ওভারে ২৫৮ রান, ধীরলয়ের ব্যাটিং। ওভার প্রতি রান মাত্র ২.৮৬। অথচ বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে ওভার প্রতি ৪ রান উঠছে হরহামেশা। সফরকারীদের রান তুলতে বাঁধা হয়ে দাঁড়ান তিন স্পিনার। সাকিব, তাইজুল ও নাঈম-তিন স্পিনার একত্রে বোলিং করেন ৬৬ ওভার। মেডেন নেন ১৭টি। ১৭১ রানের খরচে নেন ৪ উইকেট। তিন স্পিনার ওভার প্রতি রান দেন ২.৫৯। দীর্ঘদেহী অফ স্পিনার নাঈম সর্বশেষ খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার সুযোগ পান স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে। প্রথম দিন শেষে নাঈমের বোলিং স্পেল ১৬-২-৭১-২। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯ উইকেট নিয়েছিলেন তাইজুল। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার মাইল ফলকও গড়েন। গতকাল তার স্পেল ছিল নিয়ন্ত্রিত; ৩১-৮-৭৩-১। সবাইকে অবাক করে দারুণ বোলিং করেন সাকিব। অথচ করোনাভাইরাসের জন্য তার খেলার কথা ছিল না। পজিটিভ হওয়ার দুদিন পর নেগেটিভ হন। নিয়ন্ত্রিত বোলিং স্পেল ছিল ১৯-৭-২৭-১। তিন স্পিনার উইকেট পেলেও উইকেটশূন্য ছিলেন দুই পেসার। বাঁ হাতি পেসার শরিফুল ইসলামের স্পেল ছিল ১৩-১-৩৮-০ এবং ডান হাতি পেসার সৈয়দ খালেদের স্পেল ১১-১-৪৫-০।

বাংলাদেশ চাইছে ৪০০’র নিচে বেঁধে ফেলতে। সফরকারীরা চাচ্ছে ৫০০ রান করতে। মিডিয়ার মুখোমুখিতে কুশল মেন্ডিস বলেন, ‘প্রথম দিন ২৫৮ রান ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।’

 

স্কোর কার্ড

বাংলাদেশ-শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা প্রথম ইনিংস

            রান      বল       ৪/৬

ফার্নান্দো ক লিটন ব নাঈম       ৩৬      ৭৬       ৩/১

করুণারত্নে এলবিডব্লিউ ব নাঈম          ৯          ১৭        ০/০

মেন্ডিস ক নাঈম ব তাইজুল     ৫৪       ১৩১     ৩/০

ম্যাথিউস ব্যাটিং           ১১৪      ২১৩     ১৪/১

ধনঞ্জয় ক মাহমুদুল ব সাকিব    ৬         ২৭       ০/০

চান্দিমাল ব্যাটিং           ৩৪       ৭৭       ০/২

অতিরিক্ত : ( নো ১, বা ৪)           ৫

মোট : (৪ উইকেট, ৯০ ওভার)   ২৫৮

 

উইকেট পতন

১/২৩ (করুণারত্নে, ৭.৫ ওভার),

২/৬৬ (ফার্নান্দো, ২১.২ ওভার), ৩/১৫৮ (কুশল মেন্ডিস, ৫৬.১ ওভার), ৪/১৮৩

(ধনঞ্জয়, ৬৫.২ ওভার)।

বোলিং

শরিফুল ১৩-১-৩৮-০-২.৯২; খালেদ ১১-১-৪৫-০-৪.০৯; নাঈম ১৬-২-৭১-২-৪.৪৪; তাইজুল ৩১-৮-৭৩-১-২.৩৫; সাকিব ১৯-৭-২৭-১-১.৪২।

সর্বশেষ খবর