রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

না ফেরার দেশে ক্রিকেটার সাজু

ক্রীড়া প্রতিবেদক

না ফেরার দেশে ক্রিকেটার সাজু

১৯৭৯ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আবাহনী ও মোহামেডানের ম্যাচটি অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর দাপুটে বোলিংয়ের কাছে মোহামেডান দিশাহারা। একে একে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা সাজঘরে ফেরত যাচ্ছেন। যা দেখে মোহামেডানের সমর্থকরা নীরব হয়ে বসে আছে। মাত্র ৭৯ রানে অলআউট। সাপোর্টাররা ধরেই নিয়েছিলেন মোহামেডানের হার সময় ব্যাপার। সাদা-কালোর গ্যালারি প্রায় ফাঁকা। অথচ সবাইকে অবাক করে দিয়ে সেই ম্যাচ জিতল মোহামেডান। আবাহনীকে হারানোর ম্যাজিকম্যান ছিলেন পেসার মাহমুদুল হাসান সাজু। ম্যাচ জেতার পর সমর্থকদের সে কি উল্লাস। সাজুকে মাথায় নিয়ে মাঠেই নাচতে শুরু করলেন তারা। মোহামেডানের সেই সাজু আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। ঘাতক ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে টিকতে পারলেন না। ভক্তদের কাঁদিয়ে গতকাল ঢাকার স্থানীয় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওয়ান্ডারার্স থেকে ১৯৭৬ সালে মোহামেডানে যোগদানের পর তিনি আর দল-বদল করেননি।

 স্বাধীনতার পর ক্রিকেট লিগে প্রথম মোহামেডানের শিরোপা জয়ের পেছনে সাজুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ খবর