রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানের সিরিজ জয়

পাকিস্তানের সিরিজ জয়

পাকিস্তান প্রথম ওয়ানডে জিতেছিল ৩০০ রান তাড়া করে। দ্বিতীয় ওয়ানডে জিতল অনায়াসে। মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিতে ১২০ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ মুলতানেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। পরশু রাতের ওয়ানডে ম্যাচে আলাদা নজর ছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ওপর। সেঞ্চুরি করলেই নিজেকে অনন্য উচ্চতায় স্থান দিতেন। কুমার সাঙ্গাকারার ওয়ানডেতে টানা ৪ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতেন। ৭৭ রানে আউট হয়ে যাওয়ায় রেকর্ডটি গড়া হয়নি বাবর আজমের।

না পারলেও টানা ৯ ওয়ানডে হাফসেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন পাকিস্তানি অধিনায়ক। এতদিন এককভাবে টানা ৮ হাফসেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন পাকিস্তানের আরেক লিজেন্ড জাভেদ মিয়াদাঁদের। ১৯৮৭ সালে টানা ৮টি হাফসেঞ্চুরি করেছিলেন। যদিও একটি টেস্টে হাফসেঞ্চুরি ছিল মিয়াদাঁদের। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫০ ওভারে ২৭৫ রান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১৫৫ রানে। ম্যাচসেরা নওয়াজ ১০ ওভারে ১৯ রানের ৪ উইকেট নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর