বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

আবাহনীর জয়, সাইফের হার

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর জয়, সাইফের হার

প্রিমিয়ার লিগ ফুটবলে বেশ ঘাম ঝরিয়ে জয় পেল আবাহনী লিমিটেড। গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে পিছিয়েও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আকাশি নীল জার্সিধারীরা। এ জয়ে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ওপর চাপ ধরে রাখল আবাহনী। লিগে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ঢাকা আবাহনী।

গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে ওমিড পপালজের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সমতায় ফিরতে দেরি করেনি ঢাকা আবাহনী। ৩৪তম মিনিটে ডরিয়েল্টনের গোলে সমতায় ফিরে তারা। তবে ছয় মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে আবারও এগিয়ে দেন পিটার থ্যাংকগড। এগিয়ে থেকেই বিরতিতে যায় মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে আর ৫৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। লাল কার্ডের ইশারায় মাঠের বাইরে চলে যান অগাস্টিন। ডরিয়েল্টন ৭১তম মিনিটে গোল করে সমতায় ফেরান মারিও লেমোসের দলকে। এরপর নুরুল ফয়সাল ৭৮তম মিনিটে গোল করে আবাহনীকে জয় উপহার দেন।

এদিকে গতকাল সাইফ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। এমেকার গোলে ৫৮তম মিনিটে এগিয়ে গিয়েছিল সাইফ স্পোর্টিং। তবে জিল্লুর রহমান (৬৭) ও আইভান ম্যারিচের (৮৫) গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ। সাইফের রিয়াদুল রাফি ৮৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর