বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

মারিয়াদের চোখ সাফে

ক্রীড়া প্রতিবেদক

মারিয়াদের চোখ সাফে

বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যের কমতি নেই। যেখানে বাংলাদেশের নারী ফুটবলে দল গড়াটা কঠিন ছিল সেখানে এশিয়ান পর্যায়ে টুর্নামেন্টে ৯ শিরোপা জয় নিঃসন্দেহে গর্বের। সেই তুলনা জাতীয় দল পিছিয়ে। শিরোপার খাতা শূন্যই থেকে গেছে।

সাফ চ্যাম্পিয়নশিপে রাজত্ব করে চলেছে প্রতিবেশী দেশ ভারতই। বাংলাদেশের প্রাপ্তি রানার্সআপ। এবার অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চান সাবিনা খাতুন, মারিয়া মান্ডারা। আগস্টে নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়বে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ।

ফিকশ্চার বা গ্রুপিং তৈরি হয়নি এখনো। তবে মারিয়াদের চোখ ভালোভাবেই পড়ে আছে সাফের দিকে। পুরুষ জাতীয় দলের কাছেও সাফের শিরোপাটা স্বপ্নে পরিণত হয়েছে। ২০০৩ সালে এই আসরে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন জামাল ভুঁইয়াদের কাছে সেমিফাইনালেই খেলতে পারছে না। গ্রুপে খেলেই বিদায়। নারী জাতীয় দল এবার হতাশার বৃত্ত থেকে বের হতে চায়। পুরুষরা লজ্জায় ডোবালেও মেয়েরা প্রশংসায় ভাসছে। সাফ ঘিরে আত্মবিশ্বাসই তৈরি হয়েছে সাবিনাদের মধ্যে।

র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে সিরিজ জিতে আলোড়ন তুলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই অবিশ্বাস্যভাবে ৬-০ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে ড্র হলেও জাতীয় দল ঘিরে আশার সঞ্চার হয়েছে। দুই ম্যাচ সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন মারিয়া মান্ডা।

তার কথা এ জয় আমাদের সাহস জুগিয়েছে। চোখ এখন সাফের দিকে। হাতে এখনো সময় আছে। সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করি এবার ভয়কে জয় করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর