দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের মেয়ে পেত্রা কেভিতোভা কোচ জিরি ভ্যানেককে বিয়ে করতে যাচ্ছেন। টুইটারে এই খবর জানিয়েছেন তিনি। ২০১১ ও ২০১৪ সালের উইম্বলডন জয়ী লিখেছেন, ‘একটি সুখবর আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। আমি ‘হ্যাঁ’ বলেছি আমার পক্ষ থেকে।’ এই টুইটের সঙ্গে দুজনের একটি ছবিও পোস্ট করেছেন কেভিতোভা।
