বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উচ্ছ্বসিত সাবিনা খাতুনরা

উচ্ছ্বসিত সাবিনা খাতুনরা

প্রথমবারের মতো ভারতকে হারিয়ে উচ্ছ্বসিত সাবিনা খাতুনরা। তবে এই উচ্ছ্বাস অতীতের খাতায় তুলে রাখছেন তারা। এখন তাদের ভাবনায় কেবলই সেমিফাইনালের লড়াই। ভুটানের বিপক্ষে খেলার নানা কৌশল নিয়েই কাজ করে চলেছেন তারা। কাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।

হবে গোলাম রব্বানী ছোটনের দল। ভারতের বিপক্ষে দুটি গোল করার সিরাত জাহান স্বপ্না বললেন, ‘আমরা ভারতকে হারিয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি। তবে এখন আমরা সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি। ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে কাজ করছি।’ ফিটনেস ঠিক করার পাশাপাশি অনুশীলনও সেরেছেন মেয়েরা। বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য ট্রফি জয়। তবে আপাতত ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান সিরাত জাহান স্বপ্নারা। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও বললেন একই কথা। তিনি বলেন, ‘আমরা সেমিফাইনাল নিয়েই আপাতত ভাবছি। এই ম্যাচটা জিতে ফাইনাল নিশ্চিত করতে চাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

 

সর্বশেষ খবর