বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

টাইগারদের এবার মিশন ক্রাইস্টচার্চ

নিউজিল্যান্ড ‘মিশন’ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সত্যিকারের বিশ্বকাপ মিশন। ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে সাকিব বাহিনী

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এক মাসেরও কম সময় বাকি। আসরের দলগুলো শেষ বেলায় প্রস্তুতি সেরে নিচ্ছে। দলগুলোর কেউ ঘরের মাঠে, কেউ আবার বাইরে ২০ ওভারের ম্যাচ খেলে নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছে। বাংলাদেশও এর বাইরে নেই। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছেন নুরুল হাসান সোহানরা। ২০ ওভারের বিশ্বকাপের শেষ প্রস্তুতি নিতে আগামীকাল টাইগাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ট্রান্স তাসমান দেশটিতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ অংশ নেবে তিন জাতির টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে। ক্রাইস্টচার্চের টুর্নামেন্টের বাকি দুই দল স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। টুর্নামেন্টে সাকিব বাহিনীর ম্যাচ ৪টি ৭, ৯, ১২ ও ১৩ অক্টোবর। ৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই প্রথম টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও ক্রাইস্টচার্চে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছে টাইগাররা। সুতরাং ক্রাইস্টচার্চের উইকেট একেবারে অপরিচিত নয় সাকিবদের কাছে। নিউজিল্যান্ড ‘মিশন’ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সত্যিকারের বিশ্বকাপ মিশন। ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে সাকিব বাহিনী।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৭ বছর পর দেশটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে টাইগাররা। এই ফরম্যাটে বাংলাদেশের গ্রাফ নিচের দিকে। তারপরও ভালো কিছুর স্বপ্ন নিয়ে আগামীকাল ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। যদিও কাজটি কঠিন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যাটারদের পারফরম্যান্স খুব বেশি ভালো নয়। বিশেষ করে ওপেনারদের কঠিন পরীক্ষা দিতে হবে। গত ১১ ম্যাচে ওপেনিং জুটিতে নেই কোনো পঞ্চাশোর্ধ রানের জুটি। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেটে নতুন বলে খেলাটা কঠিনই।

সর্বশেষ খবর