শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্র্যাঞ্চাইজি হকির লোগো উন্মোচন আজ

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়ায়নি। তারপরও ফ্র্যাঞ্চাইজি হকি ঘিরে আলোচনা তুঙ্গে। আগামী মাসে দেশে প্রথমবারের মতো হকির ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে। ক্রিকেটের পর হকিতেই দেখা মিলবে এ আলোচিত লিগের। বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিগে অংশ নেবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ, একমি, সাইফ পাওয়ারটেক, রূপায়ন গ্রুপ ও মেট্রো এক্সপ্রেস অংশ নেবে। ছয় দল লটারির মাধ্যমে বিদেশি ও দেশি কোচ পেয়ে গেছে। খেলোয়াড়দের বিপ টেস্টও প্রায় শেষ। লটারিতেই ছয়জন আইকনকে খেলোয়াড় হিসেবে পাবে দলগুলো। বাকি খেলোয়াড়রা বাছাই হবে লটারির মাধ্যমে। তবে নিজেদের পছন্দমতো বিদেশি খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। আজ টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। বসুন্ধরা আইসিসিবি ৫ নম্বর হলে পুষ্পাঞ্জলিতে বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হবে।

ফ্র্যাঞ্চাইজি হকি ঘিরে এখন প্রতিদিনই বৈঠক চলছে। মওলানা ভাসানী স্টেডিয়ামকে নতুনভাবে সজ্জিত করা হবে। মূলত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস স্পন্সর করায় হকির এত বড় উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর