শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কঠিন সমীকরণে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

কঠিন সমীকরণে নিউজিল্যান্ড

ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় আয়ারল্যান্ড থেকে যোজন যোজন এগিয়ে নিউজিল্যান্ড। পরিসংখ্যানের হিসাবেও শতভাগ প্রাধান্য কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ও নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড। অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে না উইলিয়ামসন বাহিনীর। অপেক্ষায় থাকতে হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর। ৪ ম্যাচে ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে থাকা নিউজিল্যান্ডই সুবিধাজনক অবস্থানে রয়েছে। হারলেও রান রেট পজিটিভ থাকবে। ফলে রান রেটেই হয়তো চলে যাবে সেরা চারে।

দুরন্ত জয়ে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করেছিল নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারায়। পরের ম্যাচে ৬৫ রানে হারায় এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। গ্রুপ-১’র নিজেদের চতুর্থ ম্যাচে ২০ রানে হেরে যায় ইংল্যান্ডের কাছে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড সুপার টুয়েলভে জায়গা করে নেয় প্রথম রাউন্ডের ব্যারিয়ার টপকে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই ৯ উইকেট হেরে যায় দাসুন শানাকার শ্রীলঙ্কার কাছে। চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ইংল্যান্ডকে বৃষ্টির সুবিধায় হারায় ডিএল মেথডে ৫ রানে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ৪৬ রানে। আয়ারল্যান্ডের পয়েন্ট ৪ ম্যাচে ৩।

 

সর্বশেষ খবর