মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফাইনালে একমি চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে একমি চট্টগ্রাম

শীর্ষে থেকে কোয়ালিফায়ারে উঠেছিল একমি চট্টগ্রাম। অথচ তারাই ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে। দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা মিমো গোল করে এগিয়ে রাখেন রূপায়ণ সিটি কুমিল্লাকে। হারলে বিদায় না নিলেও ঝুঁকিতে থাকতে হতো একমিকে।

গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত এগিয়েছিল রূপায়ণ। প্রাধান্য বিস্তার করছিল তারাই। হকিতে এক সেকেন্ডেরও ভরসা নেই। তবে একমির দুর্বল স্টিক ওয়ার্ক দেখে মনে হচ্ছিল রূপায়ণই ফাইনালে চলে যাবে। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে? শেষ কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া একমি। কিন্তু গোল তো হচ্ছিল না। শেষ পর্যন্ত দেবিন্দারের গোলে সমতায় ফিরল তারা। এই ভারতীয় সারা টুর্নামেন্টে টার্ফ কাঁপাচ্ছেন। তিনিই পুনরায় গোল করে একমিকে ফাইনালে নিয়ে যান। জিতে যান ম্যাচসেরার পুরস্কার।

এদিকে এলিমিনেটর ম্যাচে পিছিয়ে থেকেও জয় পেয়েছে মোনার্ক মার্ট পদ্মা। গতকাল তারা দিনের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশালকে। এই হারে বরিশাল টুর্নামেন্ট থেকে বিদায় নিল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মোনার্ক মার্ট খেলবে রূপায়ণের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর