রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্রোয়েশিয়ার নায়ক লিভাকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়ার নায়ক লিভাকোভিচ

মার্কিনিওসের বল সাইড বারে লাগতেই উদ্দাম নৃত্যে মেতে উঠেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। ডাগ লাইন থেকে লুকা মডরিচ, পেরিসিচ, লোভেরন মাঝেররা দৌড়ে ছুটে যান ডমিসিক লিভাকোভিচের দিকে। গোলরক্ষক লিভাকোভিচ তখন আকাশপানে দু’হাত উঁচিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের পর ক্রোট শিবিরের চিত্র ছিল এমনই। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে মডরিচের ক্রোয়েশিয়া টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিদায় করেছে বিশ্বকাপ থেকে। ক্রোয়েশিয়া এ নিয়ে টানা দুবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। ২০০৬ সালের পর পাঁচবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। মধ্যে শুধু ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল সেলেকাওরা। ক্রোয়েশিয়ার সেমিফাইনালে উঠার নায়ক গোলরক্ষক লিভাকোভিচ। শুধু কোয়ার্টার ফাইনাল নয়, সুপার সিক্সটিনেও ক্রোয়েশিয়া টাইব্রেকারে হারায় জাপানকে। ওই ম্যাচেরও নায়ক ছিলেন লিভাকোভিচ টাইব্রেকারে টানা তিন শট ঠেকিয়ে।

বিশ্বর‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে এখন উৎসবের দেশ ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিপক্ষে শুধু টাইব্রেকারে শট ঠেকাননি লিভাকোভিচ, গোটা ম্যাচে ৮-১০টি শট ঠেকিয়ে নায়ক হয়েছেন। সেলেকাওদের তারকা ফুটবলারদের সব আক্রমণ এসে থমকে যায় লিভাকোভিচ ওয়ালের সামনে। ২০১৮ সালের বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন লিভাকোভিচ।

সর্বশেষ খবর