বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারি। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে-অফ ৩টি ১২ ও ১৪ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল কর্তৃপক্ষ সময়ের অভাবে ডিআরএস রাখতে পারছে না। তবে প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে ডিআরএস থাকছে। অবশ্য বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। ৩টি ম্যাচ এবং আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’ গ্রপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস রাখছে না। তবে অল্টারনেট ডিআরএস থাকছে জানিয়ে বিপিএল সদস্য সচিব বলেন- ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে বলা হয় অল্টারনেট ডিআরএস।’ গ্রুপ পর্বে ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যায় সদস্য সচিব বলেন, ‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুটা কোম্পানি থাকে হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
শিরোনাম
- এবার লিটন দাসও হাঁকালেন শতক
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না।’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর