বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারি। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে-অফ ৩টি ১২ ও ১৪ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল কর্তৃপক্ষ সময়ের অভাবে ডিআরএস রাখতে পারছে না। তবে প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে ডিআরএস থাকছে। অবশ্য বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। ৩টি ম্যাচ এবং আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’ গ্রপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস রাখছে না। তবে অল্টারনেট ডিআরএস থাকছে জানিয়ে বিপিএল সদস্য সচিব বলেন- ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে বলা হয় অল্টারনেট ডিআরএস।’ গ্রুপ পর্বে ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যায় সদস্য সচিব বলেন, ‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুটা কোম্পানি থাকে হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না।’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর