বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারি। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে-অফ ৩টি ১২ ও ১৪ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল কর্তৃপক্ষ সময়ের অভাবে ডিআরএস রাখতে পারছে না। তবে প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে ডিআরএস থাকছে। অবশ্য বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। ৩টি ম্যাচ এবং আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’ গ্রপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস রাখছে না। তবে অল্টারনেট ডিআরএস থাকছে জানিয়ে বিপিএল সদস্য সচিব বলেন- ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে বলা হয় অল্টারনেট ডিআরএস।’ গ্রুপ পর্বে ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যায় সদস্য সচিব বলেন, ‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুটা কোম্পানি থাকে হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না।’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর