বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারি। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে-অফ ৩টি ১২ ও ১৪ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল কর্তৃপক্ষ সময়ের অভাবে ডিআরএস রাখতে পারছে না। তবে প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে ডিআরএস থাকছে। অবশ্য বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। ৩টি ম্যাচ এবং আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’ গ্রপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস রাখছে না। তবে অল্টারনেট ডিআরএস থাকছে জানিয়ে বিপিএল সদস্য সচিব বলেন- ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে বলা হয় অল্টারনেট ডিআরএস।’ গ্রুপ পর্বে ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যায় সদস্য সচিব বলেন, ‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুটা কোম্পানি থাকে হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
শিরোনাম
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না।’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর