বিপিএল মাঠে গড়াবে ৬ জানুয়ারি। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে-অফ ৩টি ১২ ও ১৪ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল কর্তৃপক্ষ সময়ের অভাবে ডিআরএস রাখতে পারছে না। তবে প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে ডিআরএস থাকছে। অবশ্য বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। ৩টি ম্যাচ এবং আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’ গ্রপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস রাখছে না। তবে অল্টারনেট ডিআরএস থাকছে জানিয়ে বিপিএল সদস্য সচিব বলেন- ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে বলা হয় অল্টারনেট ডিআরএস।’ গ্রুপ পর্বে ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যায় সদস্য সচিব বলেন, ‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুটা কোম্পানি থাকে হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
‘এ সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন হক আই পাওয়া যাচ্ছে না।’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর