বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে খেলবেন মোহাম্মদ আমির

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে খেলবেন মোহাম্মদ আমির

ফর্মে ছিলেন। তারপরও ২০২০ সালে হঠাৎ অবসর নেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। অবসর নেওয়ার কারণ ছিল, সে সময়কার পিসিবি সভাপতি এহসান মানির সঙ্গে তার মনোমালিন্য। এরপর পিসিবির সভাপতি হন রমিজ রাজা। তার সঙ্গেও বনিবনা হয়নি আমিরের। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠ। আমিরের খুবই কাছের মানুষ। এ জন্য অবসর ভেঙে ফিরতে চাইছেন পাকিস্তান দলে। বিপিএল খেলতে গতকাল পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়েছেন। আজ ঢাকায় পা রাখার কথা পাকিস্তানি বাঁ হাতি পেসারের। বিপিএলে তিনি খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ঢাকায় আসার আগে গতকাল টুইটারে লিখেছেন- ‘বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়ছি’। বিপিএল খেলতে লাহোর ছাড়ার আগে স্থানীয় মিডিয়াকে বলেন, ‘আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব।’ বিপিএলের জন্য ৩০ বছর বয়স্ক আমির প্রস্তুতি নিয়েছেন লাহোরের জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে (এনএইচপিসি)। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯ উইকেটে, ৬১ ওয়ানডেতে ৮১ উইকেট এবং ৫০ টি-২০ ম্যাচে উইকেট নিয়েছেন ৫৯টি। বিপিএল শেষ না করেই অবশ্য তাকে ফিরে যেতে হবে পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু ১৩ ফেব্রুয়ারি। ২০২০ সালে বিপিএলে ২০ উইকেট পেয়েছিলেন আমির।

সর্বশেষ খবর