শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে বাংলাদেশের সামনে আজ দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ টি-২০ নারী বিশ্বকাপের সুপার সিক্স শুরু

ক্রীড়া প্রতিবেদক

টানা তিন জয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ যুব বিশ্বকাপের সুপার সিক্স খেলছেন দিশা বিশ্বাস, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, আফিয়া প্রত্যাশারা। আজ সুপার সিক্স গ্রুপ-১ খেলতে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী যুবারা। প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকান নারী যুবা দল। ভেন্যু পচেফস্ট্রমের সোয়ানসি পার্ক। আজ আরও তিনটি ম্যাচ রয়েছে আসরের। সুপার সিক্স গ্রুপ-১ ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ-২-এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ রুয়ান্ডা এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আইসিসি এই প্রথম আয়োজন করেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ যুব বিশ্বকাপ। প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের নারী যুবারা। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় ৭ উইকেটে। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ১৩০ রান টপকে যায় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা হন দিলারা আক্তার ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে। দ্বিতীয় ম্যাচে দিশা বাহিনী ১০ রানে হারায় ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান। ম্যাচসেরা আফিয়া ৫৩ রান করেন ৪৩ বলে। স্বর্ণা আক্তার ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৮ বলে। দ্বীপরাষ্ট্রের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৫ রান। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারায় ৫ উইকেটে। মার্কিনি নারীরা প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান। স্বর্ণার ১৪ বলে ২২ রানে ভর করে ১৫ বল হাতে রেখে জয় পায় নারী যুবারা। ম্যাচসেরা হন দিশা ১৩ রানে ২ উইকেট নিয়ে। দক্ষিণ আফ্রিকা নারী যুবারা প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে ভারতের কাছে। পরের দুই ম্যাচে স্কটল্যান্ডকে ৪৪ রানে ও সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৪৫ রানে।

আসরে নারী যুবা দলের পক্ষে দারুণ ব্যাটিং করছেন স্বর্ণা, দিলারা, আফিয়া, সুমাইয়ারা। দলের পক্ষে এখন পর্যন্ত দুটি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে। মিডল অর্ডারে স্বর্ণা ৩ ম্যাচের ৩ ইনিংসে অপরাজিত রয়েছেন দুটিতে। রান করেছেন ৬০ বলে ৯৫ রান। ৭টি চার ও ৪ ছক্কায় তার স্ট্রাইক রেট ১৫৮.৩৩। দিলারা ৩ ম্যাচে রান করেছেন ৯৩। স্ট্রাইক রেট ১১০.৭১। চার মেরেছেন ১২টি ও ছক্কা একটি। সুমাইয়া ৪১ রান করেছেন ৩১ বলে। আফিয়া ৩ ম্যাচে ৮৪ রান করেছেন ৫৩ বলে। স্ট্রাইক রেট ১১২। চার মেরেছেন ৮টি এবং ছক্কা ৫টি। দুই পেসার দিশা ও মারুফা দারুণ বোলিং করছেন। অধিনায়ক দিশা ৩ ম্যাচে ১১ ওভারে ৮২ রানের খরচে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১-১৩-২। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৫। মারুফা ৩ ম্যাচে ১২ ওভারে ৬৫ রানের খরচে নেন ৫ উইকেট। সেরা বোলিং ৪-০-১৯-২। ওভারপ্রতি রান খরচ করেছেন ৫.৪১। এ ছাড়া মিতব্যয়ী বোলিং করেছেন দিপা খাতুন ১২ ওভারে ৫৯, রাবেয়া খান ১১ ওভারে ৫৬ রান দেন।

সর্বশেষ খবর