লিগে ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটা। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমের প্রথম পর্বে শীর্ষস্থান নিশ্চিত করে নিল টানা তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় শক্তিশালী প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দেয় অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংস। রবসন রবিনহোকে ছাড়া খেলতে নেমেও নিজেদের ছন্দটা ঠিকই ধরে রেখেছে বসুন্ধরা কিংস। লিগে ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটা। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১১ দলের লিগে প্রথম পর্ব শেষ হতে আর এক ম্যাচ বাকি কিংসের। এক ম্যাচ হাতে রেখেই তারা প্রথম পর্বের শীর্ষস্থান নিশ্চিত করল। ১৭ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে।

দ্বিতীয়ার্ধ্বে আরও দুটি গোল করে বসুন্ধরা কিংস। ৫৮ মিনিটে শেখ জামালের ওতাবেকের জোরাল শট ডান দিকে অনেকটা লাফিয়ে ফিরিয়ে দেন জিকো। এরপর পরই কাউন্টার আক্রমণে যায় বসুন্ধরা কিংস। গফুরভের থ্রু পাসে বল পেয়ে ডি বক্সের ভিতরে ডান দিক থেকে সেকেন্ড পোস্টে গোল করেন ডরিয়েলটন (৬০ মিনিট)। ৭৩ মিনিটে ডি বক্সের ভিতরে সাদ উদ্দিনের পাসে বল পেয়ে দুজন ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে আরও একটি গোল করেন ডরিয়েলটন। লিগে তিনি মোট ৯ গোল করলেন। বসুন্ধরা কিংস সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকল। ধীরে ধীরে দারুণ এক রেকর্ডের দিকে এগিয়ে চলেছে টানা তিনবারের লিগ চ্যাম্পিয়নরা।