নাগপুরে এক সেশনেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৯১ রানেই অলআউট সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতল ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। স্পিনারদের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, স্পিনারদের ‘আশীর্বাদ’ -এ এই জয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অশ্বিন। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। তার দাপুটে বোলিংয়েই প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। তা ছাড়া ব্যাট হাতে ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। তাই অশ্বিনকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই। আরেক স্পিনার অক্ষর প্যাটেল মাত্র ১ উইকেট নিলেও তার ৮৪ রানের ইনিংসেই ভারত ৪০০ রান করেছিল। তিন স্পিনারকে নিয়ে রোহিত বলেন, ‘যখন আপনার কাছে অক্ষর, জাদেজা, অশ্বিনের মতো বোলার থাকবে, যারা কয়েক বছর থেকে ভারতীয় দলে খেলছেন; তা আবার এমন উইকেট, -এটা নিঃসন্দেহে আশীর্বাদ।’ এই টেস্টে প্রথম ইনিংসেই অশ্বিন ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, এখন তার উইকেট সংখ্যা ৪৫৭। জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫০ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচে দুই স্পিনার কতটা আগ্রাসী ছিলেন, তা বোঝাতে রোহিত বলেন, ‘যখন জাদেজার উইকেট ২৪৯, তখন তিনি আমাকে জানান, আমাকে বল দেন। চার উইকেট পাওয়ার পর অশ্বিনও মরিয়া হয়েছিল ৫ উইকেটের জন্য। ওই সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আমি মাইলস্টোন সম্পর্কে জানতাম না, কিন্ত তারা জানতেন।’ অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অসি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
শিরোনাম
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?