নাগপুরে এক সেশনেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৯১ রানেই অলআউট সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতল ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। স্পিনারদের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, স্পিনারদের ‘আশীর্বাদ’ -এ এই জয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অশ্বিন। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। তার দাপুটে বোলিংয়েই প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। তা ছাড়া ব্যাট হাতে ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। তাই অশ্বিনকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই। আরেক স্পিনার অক্ষর প্যাটেল মাত্র ১ উইকেট নিলেও তার ৮৪ রানের ইনিংসেই ভারত ৪০০ রান করেছিল। তিন স্পিনারকে নিয়ে রোহিত বলেন, ‘যখন আপনার কাছে অক্ষর, জাদেজা, অশ্বিনের মতো বোলার থাকবে, যারা কয়েক বছর থেকে ভারতীয় দলে খেলছেন; তা আবার এমন উইকেট, -এটা নিঃসন্দেহে আশীর্বাদ।’ এই টেস্টে প্রথম ইনিংসেই অশ্বিন ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, এখন তার উইকেট সংখ্যা ৪৫৭। জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫০ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচে দুই স্পিনার কতটা আগ্রাসী ছিলেন, তা বোঝাতে রোহিত বলেন, ‘যখন জাদেজার উইকেট ২৪৯, তখন তিনি আমাকে জানান, আমাকে বল দেন। চার উইকেট পাওয়ার পর অশ্বিনও মরিয়া হয়েছিল ৫ উইকেটের জন্য। ওই সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আমি মাইলস্টোন সম্পর্কে জানতাম না, কিন্ত তারা জানতেন।’ অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অসি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
শিরোনাম
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’