নাগপুরে এক সেশনেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৯১ রানেই অলআউট সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতল ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। স্পিনারদের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, স্পিনারদের ‘আশীর্বাদ’ -এ এই জয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অশ্বিন। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। তার দাপুটে বোলিংয়েই প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। তা ছাড়া ব্যাট হাতে ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। তাই অশ্বিনকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই। আরেক স্পিনার অক্ষর প্যাটেল মাত্র ১ উইকেট নিলেও তার ৮৪ রানের ইনিংসেই ভারত ৪০০ রান করেছিল। তিন স্পিনারকে নিয়ে রোহিত বলেন, ‘যখন আপনার কাছে অক্ষর, জাদেজা, অশ্বিনের মতো বোলার থাকবে, যারা কয়েক বছর থেকে ভারতীয় দলে খেলছেন; তা আবার এমন উইকেট, -এটা নিঃসন্দেহে আশীর্বাদ।’ এই টেস্টে প্রথম ইনিংসেই অশ্বিন ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, এখন তার উইকেট সংখ্যা ৪৫৭। জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫০ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচে দুই স্পিনার কতটা আগ্রাসী ছিলেন, তা বোঝাতে রোহিত বলেন, ‘যখন জাদেজার উইকেট ২৪৯, তখন তিনি আমাকে জানান, আমাকে বল দেন। চার উইকেট পাওয়ার পর অশ্বিনও মরিয়া হয়েছিল ৫ উইকেটের জন্য। ওই সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আমি মাইলস্টোন সম্পর্কে জানতাম না, কিন্ত তারা জানতেন।’ অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অসি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
শিরোনাম
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
নাগপুরে ঘূর্ণিতে নাকাল অস্ট্রেলিয়া
প্রথম টেস্টে ভারতের ইনিংস জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর