নাগপুরে এক সেশনেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৯১ রানেই অলআউট সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতল ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। স্পিনারদের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, স্পিনারদের ‘আশীর্বাদ’ -এ এই জয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অশ্বিন। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। তার দাপুটে বোলিংয়েই প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। তা ছাড়া ব্যাট হাতে ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। তাই অশ্বিনকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই। আরেক স্পিনার অক্ষর প্যাটেল মাত্র ১ উইকেট নিলেও তার ৮৪ রানের ইনিংসেই ভারত ৪০০ রান করেছিল। তিন স্পিনারকে নিয়ে রোহিত বলেন, ‘যখন আপনার কাছে অক্ষর, জাদেজা, অশ্বিনের মতো বোলার থাকবে, যারা কয়েক বছর থেকে ভারতীয় দলে খেলছেন; তা আবার এমন উইকেট, -এটা নিঃসন্দেহে আশীর্বাদ।’ এই টেস্টে প্রথম ইনিংসেই অশ্বিন ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, এখন তার উইকেট সংখ্যা ৪৫৭। জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫০ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচে দুই স্পিনার কতটা আগ্রাসী ছিলেন, তা বোঝাতে রোহিত বলেন, ‘যখন জাদেজার উইকেট ২৪৯, তখন তিনি আমাকে জানান, আমাকে বল দেন। চার উইকেট পাওয়ার পর অশ্বিনও মরিয়া হয়েছিল ৫ উইকেটের জন্য। ওই সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আমি মাইলস্টোন সম্পর্কে জানতাম না, কিন্ত তারা জানতেন।’ অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অসি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
শিরোনাম
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
নাগপুরে ঘূর্ণিতে নাকাল অস্ট্রেলিয়া
প্রথম টেস্টে ভারতের ইনিংস জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর