নাগপুরে এক সেশনেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৯১ রানেই অলআউট সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতল ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। স্পিনারদের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, স্পিনারদের ‘আশীর্বাদ’ -এ এই জয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অশ্বিন। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। তার দাপুটে বোলিংয়েই প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। তা ছাড়া ব্যাট হাতে ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। তাই অশ্বিনকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই। আরেক স্পিনার অক্ষর প্যাটেল মাত্র ১ উইকেট নিলেও তার ৮৪ রানের ইনিংসেই ভারত ৪০০ রান করেছিল। তিন স্পিনারকে নিয়ে রোহিত বলেন, ‘যখন আপনার কাছে অক্ষর, জাদেজা, অশ্বিনের মতো বোলার থাকবে, যারা কয়েক বছর থেকে ভারতীয় দলে খেলছেন; তা আবার এমন উইকেট, -এটা নিঃসন্দেহে আশীর্বাদ।’ এই টেস্টে প্রথম ইনিংসেই অশ্বিন ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, এখন তার উইকেট সংখ্যা ৪৫৭। জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫০ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচে দুই স্পিনার কতটা আগ্রাসী ছিলেন, তা বোঝাতে রোহিত বলেন, ‘যখন জাদেজার উইকেট ২৪৯, তখন তিনি আমাকে জানান, আমাকে বল দেন। চার উইকেট পাওয়ার পর অশ্বিনও মরিয়া হয়েছিল ৫ উইকেটের জন্য। ওই সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আমি মাইলস্টোন সম্পর্কে জানতাম না, কিন্ত তারা জানতেন।’ অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অসি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
শিরোনাম
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন
- নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
- আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
- প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা
- ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের সকল চেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
- ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
- জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু
- উদ্বোধনের দিনেই বিকল বেরোবির দুটি বাস
- বিটিভিতে আজ আদনান বাবুর একক অনুষ্ঠান “রংধনু রং”
নাগপুরে ঘূর্ণিতে নাকাল অস্ট্রেলিয়া
প্রথম টেস্টে ভারতের ইনিংস জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর