শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের সামনে তুর্কমেনিস্তান

ক্রীড়া প্রতিবেদক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের কথা সবারই জানা। অনূর্ধ্ব-১৫, ১৮, ২০ ও ২১ সব বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। যা নিয়ে আক্ষেপ ছিল তাও দূর হয়েছে জাতীয় দল শিরোপা জেতায়। এমন সাফল্যে সাফ নারী বিভাগে বাংলাদেশকেই সেরা বলা যায়। পুরুষ দল যেখানে ব্যর্থতার বৃত্তে বন্দি,  মেয়েরা সেখানে বিজয়ের পতাকা উড়িয়েই চলেছে। তবে নারী বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে আজ ভিন্ন মিশনে নামবে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়াকাপ ফুটবল মেয়েরা খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। এইচ গ্রুপে ঘরের মাঠে মিশনটা জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। বিকাল ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তুর্কমেনিস্তান প্রথম ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ইরানের কাছে। এক তরফা ম্যাচে ফেবারিট ইরান ৭-১ গোলে জয়ী হয়। ১২ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে ইরানের বিপক্ষে। এইচ গ্রুপে যারা চ্যাম্পিয়ন হবে তারা দ্বিতীয় রাউন্ডে খেলবে। দ্বিতীয় রাউন্ড পার হলে ২০২৪ সালে উজবেকিস্তানে চূড়ান্তপর্বে খেলবে। বাংলাদেশ ও ইরানের মধ্যেই গ্রুপ সেরার লড়াই হবে।

সর্বশেষ খবর