সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের গ্রুপে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের গ্রুপে আর্জেন্টিনা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ থেকে। ১২ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ইউরোপের দল পোল্যান্ড। জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩ টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কাবাডি  ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি  ডেভেলপমেন্ট গাজী  মো. মোজাম্মেল হক।

১২টি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। ‘এ’ গ্রুপে গত দুবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশ বাংলাদেশের সঙ্গে লড়াই করবে ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে গত আসরের রানার্সআপ কেনিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,  নেপাল ও চাইনিজ তাইপে। ২০২১ সালে কাবাডির আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ শুরু হয়। প্রথম আসরে ৫ দল অংশ নিলেও দ্বিতীয় আসরে খেলে ৮ দল। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা ১২টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের গন্ডি  পেরিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাপ কাবাডি খেলতে এসেছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন মেসির দেশ আর্জেন্টিনা। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গতকাল সংবাদ সম্মেলনে বলেন, আর্জেন্টিনা খেলতে আসায় দর্শকদের আগ্রহ আরও বাড়বে। তিনি আরও বলেন, ‘এই আসর সামনে রেখে আমরা কঠোর অনুশীলন করেছি। দেশি-বিদেশি কোচদের তত্ত্বাবধানে বিদেশেও চলেছে অনুশীলন।

 

সর্বশেষ খবর