সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

‘সবার আগে দেশের খেলা’

ক্রীড়া প্রতিবেদক

‘সবার আগে দেশের খেলা’

সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাতুরাসিংহে

৩১ মার্চ শেষ টি-২০ খেলে আইপিএল খেলতে ভারত যাবেন মুস্তাফিজুর রহমান। অনেক দিন ধরে তিনি টেস্ট খেলেন না। ‘কাটার মাস্টার’ সে জন্য শুরু থেকেই খেলবেন আইপিএল। তার দল দিল্লি ক্যাপিটালস। টি-২০ সিরিজ শেষ করে আইপিএলে যোগ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে ৪-৮ এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলে দুজন যেন ঢাকা ছাড়ে। ৩১ মার্চ শুরু আইপিএলে সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। বিসিবি দুজনকে শর্ত সাপেক্ষে ২৪ দিনের ছুটি দিয়েছে। জাতীয় দলের প্রয়োজনে দুজনকে ফিরে আসতে হবে। ফলে আইপিএলে পুরো ম্যাচ খেলতে পারবেন না তিন টাইগার। ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে তিনটি খেলতে হবে তিন ক্রিকেটারকে। চট্টগ্রামে দুপুর ২টায় আজ আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলবে সাকিব বাহিনী। গতকাল মিডিয়ার মুখোমুখিতে ক্রিকেটারদের ছুটি প্রসঙ্গে টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে সরাসরি কিছু না বলে জানিয়েছেন, বিসিবির সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন, ‘বোর্ডের সিদ্ধান্ত, দেশের হয়ে আগে খেলতে হবে। তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে বোর্ড তাদের এমন বার্তাই দিয়েছে। এমনকি নিলামে তাদের নাম তোলার আগেও। সেটি আগের মতোই আছে।’ আইপিএলের নিয়মিত মুখ সাকিব ও মুস্তাফিজ। লিটন এবারই প্রথম খেলবেন।

হাতুরাসিংহে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথমবার দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। এবার দ্বিতীয়বারের মতো দায়িত্ব  নেওয়ার পর টাইগার ক্রিকেটারদের শারীরিক ভাষায় পরিবর্তন এসেছে। আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ। ওয়ানডে সিরিজ হারলেও টি-২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছে। অবশ্য ওয়ানডে জিতেছে একটি। সব মিলিয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল টাইগার ক্রিকেটারদের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন তামিম-সাকিবরা। ওয়ানডে সিরিজটি ছিল রেকর্ডময়। দলগত ও ব্যক্তিগত রেকর্ডে সয়লাব ছিল। দলগত রেকর্ড সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩৪৯, রানের হিসাবে সবচেয়ে বেশি ব্যবধানে জয় ১৮৩ রান ও উইকেটের হিসাবে সবচেয়ে বড় জয় ১০ উইকেটে। ব্যক্তিগত রেকর্ডে মুশফিক ৬০ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি, সাকিব ও মুশফিক ৭ হাজারি ক্লাবে নাম লেখান। রেকর্ড, পারফরম্যান্স-সবকিছুতেই একটা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। দলের এই পরিবর্তন নিয়ে টাইগার হেড কোচ হাতুরাসিংহে জানান ড্রেসিং রুমে কিছুটা পরিবর্তন এসেছে, ‘একই ক্রিকেটার, তাদের স্কিলও একই। আমার মনে হয় না কিছু বদলেছে। শুধু ড্রেসিং রুমের পরিবেশ একটু বদলেছে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে আলোচনা করি। আমি দলের মধ্যে মনস্তাত্ত্বিক নিরাপত্তা আনার চেষ্টা করেছি।’ হেড কোচের পূর্ণ সমর্থনে ক্রিকেটাররা খোলস ছেড়ে বেরিয়ে দারুণ ক্রিকেট খেলছেন। হাতুরাসিংহে জানান, তিনি শুধু সাহস জোগাচ্ছেন, ‘তাদের বলেছি ফল যেমনই হোক, তারা ভালো করুক, বা ব্যর্থ হোক, তাদের মূল্য আছে। তারা একই ক্রিকেটার, আমরা তাদের একই চোখে দেখি। তারা আমাদের কাছে মূল্যবান। তাদের স্কিল দেখেই আমরা তাদের দলে নিয়েছি। এর বাইরে মনে হয় না, কিছু বদলেছে। আমি জানি না এর আগে কী হয়েছে, তবে স্কিল একই আছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর