মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পিএসজির হারে জমে উঠেছে ফরাসি লিগ

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারও হেরেছেন লিওনেল মেসিরা। রবিবার লিওর কাছে ১-০ গোলে হেরেছে মেসি-এমবাপ্পেদের পিএসজি। লিওর পক্ষে গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এ পরাজয়ের পরও লিগের শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। লিগে দুই নম্বরে আছে লেনস। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৬০ পয়েন্ট আছে তিনে থাকা মার্সেইয়েরও। মোনাকো ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। লিগে লড়াইটা বেশ জমিয়ে দিল লিও। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিও। রবিবার প্রতিপক্ষের গোলমুখে ১৬ বার আক্রমণে গিয়েও গোল পায়নি পিএসজি। সবদিক থেকে এগিয়ে থেকেও ম্যাচে জয় পাননি মেসিরা। পিএসজির সমর্থকরা দলকে হারতে দেখে মেসির নামে ধুয়োধ্বনি দিয়েছেন।

 

সর্বশেষ খবর