ইতালিয়ান সিরি এ লিগে জুভেন্টাসকে হারিয়েছে নেপোলি। জুভেন্টাসের মাঠ অ্যালাইঞ্জ স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে ম্যারাডোনার সাবেক এ ক্লাব। নেপোলির পক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন জিয়াকোমো র্যাসপাডোরি। এ জয়ে নেপোলি ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। লেজিও সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। জুভেন্টাস ৫৯ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সামনের ম্যাচে লেজিও পয়েন্ট হারালে লিগ জয়ের জন্য আর মাত্র একটা ম্যাচ।