শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার সামনে রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরার সামনে রহমতগঞ্জ

ঈদ উৎসব শেষ। এবার শিরোপা উৎসবের পালা ফুটবল কিং বসুন্ধরা কিংসের। এ দৃশ্য নতুন নয়, ২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে অভিষেকের পর টানা তিন অর্থাৎ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে তারা। ঢাকা ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডানর এ রেকর্ড থাকলেও তারা কেউ নতুন দল হিসেবে তা পারেনি। ১৯৪৮ সালে ঘরোয়া আসর শুরু হওয়ার পর এ রেকর্ড শুধু কিংসেরই। এবারের লিগ আরও গুরুত্বপূর্ণ তাদের কাছে। আরেক ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। চ্যাম্পিয়ন হলে কিংসই হবে প্রথম দল যারা পেশাদার লিগে টানা চারবার ট্রফি জিতবে। শুধু তাই নয়, ৭৫ বছরের ইতিহাসে বসুন্ধরা কিংসই নতুন দল হিসেবে নতুন এক ইতিহাস লিখবে। পাকিস্তান আমলে ঢাকা ওয়ান্ডারার্স টানা চারবার চ্যাম্পিয়ন হলেও নতুন দল হিসেবে এ কৃতিত্ব অর্জন করেনি।

সেই বিরল রেকর্ড গড়তে আজ আবার পুনরায় মাঠে নামছে বসুন্ধরা কিংস। ১৫ এপ্রিল ফর্টিসের বিপক্ষে জয় দিয়ে লিগের শেষ ম্যাচ খেলে কিংস। এরপর ঈদের জন্য ১৩ দিন বন্ধ রাখা হয়। পুনরায় শুরু হওয়া লিগের এ ম্যাচে কিংসের প্রতিপক্ষ পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। যারা আগের ম্যাচে ঢাকা আবাহনীর কাছে বিধ্বস্ত হয়েছিল। তাতে কী, রহমতগঞ্জের ইতিহাস কারও অজানা নয়। তারা যে কখন বড় দলকে আটকে দেয় বলা মুশকিল। তাই মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সতর্ক হয়েই খেলতে হবে কিংসকে। সতর্কটা তাদের আরও বেড়েছে দ্বিতীয় লেগে প্রথম ম্যাচে একেবারে নিচে থাকা উত্তরা আজমপুরের সঙ্গে ড্র করায়।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। অন্যদিকে সমান ম্যাচে ২৭ পয়েন্টে নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা আবাহনী। দুই দলের ব্যবধান ৭। তার পরও কোচ অস্কার ব্রোজন মনে করেন ফুটবল এমন এক খেলা যেখানে অবস্থানের পরিবর্তন আসতে পারে। তার কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। ৩ জুনের পর আরও একবার লিগ বন্ধ থাকবে। জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো ম্যাচ, সাফ চ্যাম্পিয়নশিপ ও ঈদুল আজহা উপলক্ষে ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত লিগের খেলা হবে না। তবে তার আগেই লিগ জিতে ইতিহাস গড়তে পারে কিংস। যদি রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা, পুলিশ, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও মোহামেডানের বিপক্ষে টানা ম্যাচ জিততে পারে। বন্ধের পর তখন শেখ জামাল ও আবাহনীর কাছে হারলেও কিংসের যায় আসবে না।

সর্বশেষ খবর