শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ে দাপট দেখিয়েছেন বোলার নাহিদা আকতার। ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে বৃষ্টির আগে বোলিংয়ে দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা।