গতকাল চট্টগ্রামে সফরকারী পেসারদের দুরন্ত বোলিংয়ের বিপক্ষে পেরেই ওঠেনি টাইগার যুবারা। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে সিরিজে। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে এবং ১১ মে তৃতীয় ও শেষ ওয়ানডে। পাকিস্তানকে সহজ জয় উপহার দেন পেসার আমির খান ৫ উইকেট নিয়ে এবং শাহজাইব খান ৮৩ রানের ইনিংস খেলে। তবে সফরকারী বোলারদের বিপক্ষে একাই লড়াই করেছেন টাইগার যুবা মাহফুজুর রহমান রাব্বি। ৭ নম্বরে ব্যাট করে ৭০ রানের পর্বতসমান দৃঢ় ইনিংস খেলেন। ১০০ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
টস হেরে ব্যাটিং নেমেই আমিরের বোলিং তোপে টাইগার যুবারা ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। ৫০ ওভারে টাইগার যুবারা সংগ্রহ করে ৯ উইকেটে ১৬৫।