বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার যোগ দিচ্ছেন লিভারপুলে। অলরেডরা তাকে দলে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগেই আলোচনা এগিয়ে রাখতে চায় তারা। এ জন্য বেশ মোটা অঙ্কের অর্থই খরচ করতে রাজি লিভারপুল। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলছেন অ্যালিস্টার। চলতি মৌসুমে ৯টি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার।