মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

মেসিহীন বার্সার প্রথম লিগ শিরোপা

ক্রীড়া ডেস্ক

মেসিহীন বার্সার প্রথম লিগ শিরোপা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা লিওনেল মেসিকে ছাড়া প্রথমবার শিরোপা জয় করল। রবিবার কাতালানরা শহুরে প্রতিপক্ষ এসপানিওলকে ৪-২ গোলে হারিয়েছে। রবার্ট লেবানডস্কি দুটি এবং আলেসান্দ্রো বালডে ও কুন্দু একটি করে গোল করেন বার্সার পক্ষে। এ জয়েই চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করল কাতালানরা। মেসি যুগের পর প্রথম লিগ শিরোপা জয় করল দলটা। এর আগে সর্বশেষ তারা ২০১৮-১৯ মৌসুমে লা লিগার শিরোপা জয় করে। সবমিলিয়ে বার্সেলোনা লা লিগায় ২৭টি শিরোপা জয় করেছে। এ তালিকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তারা ৩৫ বার লা লিগার শিরোপা জয় করেছে। ১১টি শিরোপা জিতে তিন নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় দারুণ একটা রেকর্ড গড়তে যাচ্ছে বার্সেলোনা। এবার ৩৪ ম্যাচে কাতালানরা কেবল ১৩ গোল হজম করেছে। সামনের চার ম্যাচে চার গোলের কম হজম করলেই লা লিগার ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে কম গোল হজম করা দল হবে বার্সেলোনা। ১৯৯৩-৯৪ মৌসুমে দিপোর্তিভো লা করুনা এবং ২০১৫-১৬ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮টি করে গোল হজম করে রেকর্ড গড়েছিল। এ রেকর্ডটা কি জাভি হার্নান্দেজের বার্সেলোনার হতে যাচ্ছে এবার!

 

সর্বশেষ খবর