শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপ ফুটবলের লোগো উন্মোচন

২০২৬ বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। হাতে তিন বছরের বেশি সময় বাকি থাকলেও গতকাল ২৩তম বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে। জমকালো অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। এ সময় তাঁর পাশে ছিলেন পাঁচবার বিশ্বকাপ জয়ী দেশ ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও। প্রথমবারের মতো তিন দেশ আয়োজিত বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ৪৮টি দেশ অংশ নেবে। ১৬ ভেন্যুতে ৮০ ম্যাচ অনুষ্ঠিত হবে। লোগো উন্মোচন অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘এটি এক বিশেষ মুহূর্ত। এই প্রথম ৪৮টি দেশ চূড়ান্ত পর্বে খেলবে। আমার বিশ্বাস আসরটি হবে আরও জমজমাট।’

সর্বশেষ খবর