ইতালিয়ান ওপেন জয় করেছেন এলেনা রাইবাকিনা। কাজাখস্তানের এ মেয়ে ফাইনালে হারিয়েছেন ইউক্রেনের আনহেলিনা কালিনিনাকে। ম্যাচে ৬-৪, ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেন আনহেলিনা। ক্যারিয়ারে পঞ্চম এককের শিরোপা জয় করলেন এলেনা রাইবাকিনা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলেছেন তিনি। তবে হেরে গেছেন অ্যারিনা সাবালেঙ্কার কাছে।