মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

অনুশীলনে মুশফিক-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে মুশফিক-মিরাজ

আয়ারল্যান্ড জয় করে তামিম বাহিনী এখন বিশ্রামে। আন্তর্জাাতিক ও ঘরোয়া ক্রিকেট নেই। সে জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে ক্রিকেটাররা। আগামী জুনে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে ঢাকায় আসছে রশিদ খানের আফগানিস্তান। দুই ধাপে বাংলাদেশ সফর করবে আফগানরা। ঈদের আগে প্রথম ধাপে টেস্ট এবং দ্বিতীয় ধাপে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখনো দল ঘোষণা করেনি। সে জন্য অফিশিয়াল অনুশীলনও শুরু হয়নি টাইগারদের। অবশ্য এক-দুজন ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। ২৫ মে থেকে ক্রিকেটাররা অনুশীলন করবেন ভাগ ভাগ করে। কখনো ব্যাটাররা অনুশীলন করবেন, কখনো পেসার এবং কখনো স্পিনাররা। অফিশিয়ালি অনুশীলন শুরু হবে ৪ জুন। গতকাল মিরপুর একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন সবচেয়ে সিনিয়র টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনে ব্যাটিং ও বোলিং না করে রানিং, স্ট্রেচিং ও ক্যাচিং করেছেন।  

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগান ক্রিকেটাররা ঢাকায় আসবেন ১০ জুন। ১৪-১৮ জুন মিরপুর শের-ই বাংলায় প্রথম ও একমাত্র টেস্ট। সাদা পোশাক ও লাল বলে না খেলার সম্ভাবনা রয়েছে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় অনুশীলনে আঙুলে ব্যথা পান সাকিব। ইনজুরিতে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। তবে ঈদের পর ওয়ানডে ও টি-২০ খেলার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগাররা হেরেছিল ২২৪ রানে। সেই টেস্টে টাইগাররা একাদশ সাজিয়েছিল ৪ স্পিনার নিয়ে। একাদশে কোনো পেসার ছিল না। প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন মিডিয়াম পেসার সৌম্য সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর