নতুন দল হিসেবে আবির্ভাবের পর ঘরোয়া ফুটবলে একের পর এক ইতিহাস লিখেই চলেছে বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংস। আগামীকাল পেশাদার লিগে শেখ রাসেলকে হারাতে পারলে ঘরোয়া ফুটবলের ইতিহাসে কিংস প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হবে। যদি এ ম্যাচ না-ও জেতে বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই চলবে। টানা চারবার শিরোপা জেতাটা এখন তাদের কাছে সময়েরই ব্যাপার বলা যায়। ঘরোয়া ছাড়িয়ে এবার আন্তর্জাতিক ফুটবলেও ইতিহাস গড়ার অপেক্ষায়। বাংলাদেশের কোনো ক্লাবই আগে যা পারেনি সেটাই করবে কিংস।
ক্লাব ফুটবলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অগ্রগতি ও ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কিংস এবার এশিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইউরোপের ক্লাব ফুটবলে যেমন সেরা আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তেমনি এশিয়ায়ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বসুন্ধরা কিংস শুরু থেকেই এএফসি কাপ খেলছে। এবার তারা স্বপ্নের চ্যাম্পিয়ন লিগ মোকাবিলা করবে। চলতি বছরের আগেস্ট স্বপ্নের অভিষেক। ৮ আগস্ট প্রিলিমিনারি রাউন্ডে কিংস খেলবে উজবেকিস্তান চ্যাম্পিয়ন এজিএমকে স্পোর্টস মাকুমুরাসির বিপক্ষে। ম্যাচটি হবে এজিএমকে হোম ভেন্যুতে। এ ম্যাচ জিতলেই প্লে অফ খেলবে কাতারের আল আরাবির বিপক্ষে। এখানে জিতলেই চূড়ান্তভাবে গ্রুপ পর্বে জায়গা করে নেবে কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী খেলবে ফিফা বিশ্বকাপ ক্লাব ফুটবলে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা গর্বের। বাংলাদেশের ক্লাব হিসেবে বসুন্ধরা কিংসই আসরে প্রথম অংশ নিচ্ছে। এটা বড় এক প্রাপ্তি। কিংস দেশের প্রতিনিধিত্ব করছে। আমরা চাইব শুরুতে ভালো করার। শক্তিশালী দল গড়তে হবে। এখন থেকে আমরা সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি।
-ইমরুল হাসান, সভাপতি বসুন্ধরা কিংস
পথটা কঠিন। প্রিলিমিনারি রাউন্ডে হারলেই বিদায়। আবার প্লে অফে উঠে হারলেও আর চূড়ান্ত পর্ব খেলা হবে না কিংসের। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা গর্বের। বাংলাদেশের ক্লাব হিসেবে বসুন্ধরা কিংসই আসরে প্রথম অংশ নিচ্ছে। এটা বড় এক প্রাপ্তি। কিংস দেশের প্রতিনিধিত্ব করছে। আমরা চাইব শুরুতে ভালো করার। শক্তিশালী দল গড়তে হবে। এখন থেকে আমরা সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। স্বাভাবিকভাবে দলে পরিবর্তন আসবে।’
বাংলাদেশের হয়ে মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা, শেখ জামাল ও শেখ রাসেল এশিয়ান ক্লাব কাপ ফুটবল ও এএফসি কাপ খেললেও বসুন্ধরা কিংসই হচ্ছে প্রথম দল যারা অভিষেক আসরে ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছে। এখন যেমন এএফসি কাপ, আগে হতো এশিয়ান ক্লাব কাপ ফুটবল। সে আসরে দুবার চূড়ান্ত পর্বে উঠে আলোড়ন তুলেছিল ঢাকা মোহামেডান।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        