সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

পিএসজির সঙ্গে মেসিরও রেকর্ড

ক্রীড়া ডেস্ক

পিএসজির সঙ্গে মেসিরও রেকর্ড

প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) আগামী মৌসুমে লিওনেল মেসি থাকবেন কি না, নিশ্চিত নয়। বিদায়ী মৌসুমকে স্মরণীয় করে রাখলেন মেসি। পিএসজিকে রেকর্ড শিরোপা জিততে গোল করেন। শুধু তাই নয়, ওই গোলেই তিনি নতুন রেকর্ডের একক মালিক হয়েছেন। পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। শিরোপা জিততে দুই ম্যাচে এক পয়েন্ট দরকার ছিল পিএসজির। পরশু রাতে স্ট্রসবার্গের মাটিতে পিএসজি ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকদের সঙ্গে। ফলে ৩৭ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। লিগের আরেক ম্যাচে অ্যাজাকসিওকে ৩-০ গোলে হারিয়ে ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস। এ নিয়ে পিএসজি ফ্রেঞ্চ লিগে সর্বাধিক ১১ শিরোপা জিতল, যা রেকর্ড। ১০ বার শিরোপা জিতে দুইয়ে আছে সাঁত এতিয়েন।

পরশু ম্যাচে পিএসজির পক্ষে গোল করেন লিওনেল মেসি এবং স্ট্রসবার্গের পক্ষে সমতা ফেরান কেভিন গামেইরো।  ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলেছেন, এমন স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এখন মেসি। পেছনে ফেলেছেন পর্তুগিজ তারকা রোনালদোকে। মেসির গোল এখন ৫৭৭ ম্যাচে ৪৯৬টি। রোনালদো রেকর্ডটি করেছিলেন ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করে। শিরোপাটি মেসির ক্যারিয়ারে ১২ নম্বর লিগ শিরোপা। বার্সেলোনার পক্ষে ১০টি জিতেছেন লা লিগায় এবং বাকি দুটি পিএসজির হয়ে। ক্যারিয়ারে মেসির শিরোপা  ৪৩টি। ৪৩টি শিরোপা জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার দানি আলভেজও।

 

সর্বশেষ খবর