বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

‘বৈচিত্র্য ও কৌশল নিয়ে কাজ করছি’

ক্রীড়া প্রতিবেদক

‘বৈচিত্র্য ও কৌশল নিয়ে কাজ করছি’

‘গোল্ডেন আর্ম’ বলে প্রতিটি দলেই একজন করে বোলার থাকেন। যিনি দলের প্রয়োজনে ২-৩ ওভার বোলিং করেন প্রতিপক্ষের জুটি ভাঙতে। ভারতের ছিলেন শচীন টেন্ডুলকার। বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ একজন ম্যাচ উইনিং ব্যাটার। যিনি দলের প্রয়োজনে অফ স্পিন বল করে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙেছেন। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সোমবার হয়েছে প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন। সেখানে সুযোগ হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের সঙ্গে দলের ভরসা হয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়রা। শান্ত, তৌহিদরা ব্যাটিংয়ে দলের মূল ভরসা। কিন্তু অকেশনালি তারা বোলিং করে দলের প্রয়োজন মেটালে দলই লাভবান হবে, বলেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ‘ব্যাটসম্যানদের বোলিং করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাটসম্যানরা যদি ৩-৪ ওভার বোলিং করে দিতে পারে, যেমন শান্ত করেছে। একজন ব্যাটসম্যানের বোলিং দলকে বাড়তি কিছু বিকল্প দেয়। দলের কম্বিনেশন ঠিক করার সময় বিকল্প বেশি থাকলে ঠিক কম্বিনেশন পাওয়া সহজ হয়। শান্ত, হৃদয়কে বোলিং করতে দেখা সব সময়ই ভালো লাগে আমার।’

আয়ারল্যান্ড সফরে চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে দলের প্রয়োজনে দারুণ বোলিং করেন নাজমুল শান্ত। ২৭৫ রানের টার্গেটে দারুণ ব্যাটিং করছিল স্বাগতিক আয়ারল্যান্ড। ৪১ ওভারে ৩ উইকেটে ২২৩ রান তুলে জয়ের পথে হাঁটছিল আইরিশরা। তখনই টাইগার অধিনায়ক তামিম ইকবাল ইনিংসের ৪২ নম্বর ওভারে বোলিংয়ে আনেন নাজমুল শান্তকে। এসেই প্রথম ওভারে আউট করেন হ্যারি টেক্টরকে। ম্যাচটি বাংলাদেশ জিতে যায় ৫ রানে। নাজমুল শান্ত ৩ ওভারে ১০ রান দিয়ে উইকেট নেন ১টি। ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাস বাকি। খেলা হবে ভারতের ব্যাটিংবান্ধব উইকেটে। সেখানে স্পিনাররা খুব বেশি সুবিধা পান না। তাই কঠিন পরীক্ষায় পড়তে হয় স্পিনারদের। এ চ্যালেঞ্জ নিতে হয় তাদের। কোচ হেরাথ স্পিনারদের ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে স্পিনারদের প্রস্তুত করছেন, ‘আমি সব সময়ই মনে করি স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে সেখানে চ্যালেঞ্জ থাকবে। এ কারণে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা প্রস্তুত হয়ে যাব। এটি প্রস্তুতির অংশ। আমরা বৈচিত্র্য ও কৌশল নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এসব বিষয় কাজে লাগাতে হবে।’

সর্বশেষ খবর