মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সাফের সর্বোচ্চ গোলদাতা আলি আশফাক

সাফ ফুটবলে সর্বোচ্চ আটবার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ভারতের। সর্বোচ্চ গোলদাতা মালদ্বীপের স্ট্রাইকার আলি আশরাফ। সব মিলিয়ে তিনি ২৩ গোল করেছেন। ভারতের অধিনায়ক সুনীল ছেলী যদি কুয়েতের বিপকেষ দুই গোল করেন তখন ২৪ গোলে তিনিই হয়ে যাবেন সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত তার গোল সংখ্যা ২২।

সর্বশেষ খবর