১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সফল পেস বোলার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট পেয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা পাঁচ। ব্রডের স্থান পাঁচ নম্বরে। পেস বেলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট আরেক ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের। দুজনেই খেলছেন ওভালে অ্যাশেজের শেষ টেস্ট। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে ওভালকে বেছে নিয়েছেন ১৬৭ টেস্টে ৬০২ উইকেট নেওয়া ব্রড। তৃতীয় দিন শেষে হঠাৎ করে ডান হাতি ফাস্ট বোলার ব্রড অবসরের ঘোষণা দেন। আজ পঞ্চম দিন ২৪৯ রানের টার্গেটে ১০ উইকেট হাতে নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ৩৮৪ রানের টার্গেট দিয়েছিল সফরকারীদের। গতকাল বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১৩৫ রান করেছিল।
গত শনিবার স্কাই স্পোর্টসকে অবসরের কথা জানান, এটা ছিল বিস্ময়কর এক অভিযাত্রা।