ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে এ গ্রুপের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের তরুণরা। থিম্পুর চাংলিমিঠাং স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি আছে নেপালও। বি গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে আছে মালদ্বীপ ও পাকিস্তান। আজ ভুটান খেলবে পাকিস্তানের সঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশের তরুণদের।