সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের অন্যরকম অভিষেক

এই মাঠে (কিংস অ্যারিনায়) গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামছি। আমরা জানি, সবাই বেশ উত্তেজনা নিয়ে ম্যাচটার অপেক্ষায় আছে। আমাদের ফোকাস কেবল ম্যাচেই আছে।

রাশেদুর রহমান

বসুন্ধরা কিংসের অন্যরকম অভিষেক

ছবি : রোহেত রাজীব

একই মাঠ। দলটাও প্রায় একই। কোচিং স্টাফ আর অফিশিয়ালরাও আগের মতোই। এ মাঠে এ দলটাই কতবার খেলতে নেমেছে! ২১ বার। লিগ ও কাপ মিলে অতীতে খেলা সবকটি ম্যাচেই অপরাজিত। জয়ের পরিমাণ ৯৫ শতাংশেরও বেশি। বসুন্ধরা কিংস অ্যারিনায় ‘পারফেক্ট’ রেকর্ড নিয়েই আজ অন্যরকম অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংসের। এর আগে অনেকবার ঘরোয়া ফুটবলে খেলতে নেমেছে অস্কার ব্রুজোনের দল। এবার লড়াই হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এএফসি কাপে ডি গ্রুপের ম্যাচে আজ ভারতের ক্লাব ওড়িশার মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস।

গত মাসে বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েছেন জামাল ভূঁইয়ারা। ইতিহাস গড়েছে কিংস অ্যারিনা। এবার ক্লাব ফুটবলেও আন্তর্জাতিক পরিসরে নাম লেখাচ্ছে বসুন্ধরার দৃষ্টিনন্দন এ মাঠ।

এএফসি কাপে বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে ২০২০ সাল থেকে। প্রথমবার প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছিল অস্কার ব্রুজোনের দল। সেবার ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে। লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা ফুটবলার হারনান বারকোস সে ম্যাচে একাই চার গোল করে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তবে করোনাভাইরাসের কারণে সেবার এএফসি কাপটাই বাতিল হয়ে যায়। পরেরবার মালদ্বীপে খেলতে গিয়ে মাজিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে কিংস। বেঙ্গালুরুর সঙ্গে গোলশূন্য ড্র ও মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে থাকলেও গোল ব্যবধানে বাদ পড়ে তারা। ২০২২ সালে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে ১-০ গোলে এবং গোকোলাম কেরালাকে ২-১ গোলে হারায় কিংস। মোহনবাগানের কাছে হেরে যায়। গতবারও গ্রুপ পর্বে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বাদ পড়েন রবসন রবিনহোরা। এবার গ্রুপ পর্ব পাড়ি দিতে বদ্ধপরিকর দলটা। প্রথম ম্যাচে মাজিয়ার কাছে ৩-১ গোলে হারলেও লড়াইয়ে ফেরার ব্যাপারে কোনো সংশয় নেই কোচ অস্কার ব্রুজোন এবং অধিনায়ক রবসন রবিনহোর।

অস্কার ব্রুজোন, কোচ, বসুন্ধরা কিংস

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘এ মাঠে (কিংস অ্যারিনায়) গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামছি। আমরা জানি, সবাই বেশ উত্তেজনা নিয়ে ম্যাচটার অপেক্ষায় আছে। আমাদের ফোকাস কেবল ম্যাচেই আছে।’ অধিনায়ক রবসন জানালেন, ম্যাচটা কঠিন হবে। তবে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোন আজ দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন। অবশ্য ডিফেন্সে বিশ্বনাথ ঘোষ আর তারিক কাজীরাই থাকছেন। পরিবর্তন আসতে পারে ফরোয়ার্ড লাইনে। গত ম্যাচে মালদ্বীপের দল মাজিয়ার বিপক্ষে বসুন্ধরা কিংস দুর্দান্ত ফুটবল খেলেছে। গোলের সুযোগও তৈরি করেছে অনেকবার। তবে ডরিয়েলটন, মোরসালিন আর রাকিবরা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। আগের ম্যাচের ভুলগুলোই শুধরে নিতে চান কোচ অস্কার ব্রুজোন। অধিনায়ক রবসন রবিনহোও আরও বেশি আত্মবিশ্বাসী হিসেবে মাঠে নামতে চান। গোল পাচ্ছেন না এই ব্রাজিলিয়ান। এটা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেছেন, ‘এটা ফুটবল। এমনটা যে কারও ক্ষেত্রেই হতে পারে। আমি মোটেও এটা নিয়ে ভাবছি না।’

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওড়িশার কোচ সার্জিও লোবেরা বসুন্ধরা কিংসকে নিজেদের চেয়ে অনেক শক্তিশালী দল হিসেবে ঘোষণা করলেন। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস বেশ শক্তিশালী দল। তবে আমরা প্রস্তুত কঠিন ম্যাচটা খেলার জন্য।’

 

সর্বশেষ খবর