ফ্রেঞ্চ কাপে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে দুরন্ত জয় পেয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি ডি গ্রুপে ইউএস রেভেল ক্লাবকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে। এমবাপ্পে ম্যাচের ১৬, ৪৫ ও ৪৮ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া পিএসজির পক্ষে দুটি গোল করেন কোলো মুয়ানি (৭৬, ৯০)। একটি করে গোল করেন মারকো আসেনসিও (৪৩), গনজালো রামোস (৭১) ও চের এনডোর (৮৭)। রেভেল ক্লাবের এনগুয়েসান একটি আত্মঘাতী গোল করে পিএসজির জয়ের ব্যবধান বাড়ান। এমবাপ্পে হ্যাটট্রিক করার পাশাপাশি একটি গোলে এসিস্টও করেন। চলতি মৌসুমে লিগে ১৬ ম্যাচে ১৮ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কাপে করলেন তিন গোল। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল করেছেন তিনি। এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার পর পিএসজির কোচ লুইস এনরিকে বলেন, ‘কিলিয়ান (এমবাপ্পে) ম্যাচটা খেলতে চেয়েছিল। আর যখন সে খেলতে চায় তখন আর কিছুই বলার থাকে না। সে খেললে সবাই জেতে। দলের স্টাফ, সমর্থক এমনকি প্রতিপক্ষও!’ ফ্রেঞ্চ কাপে গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। শেষবার তারা এই টুর্নামেন্ট জয় করেছে ২০২১ সালে। সেবার ফাইনালে মোনাকোকে হারিয়েছিল ২-০ গোলে। ফ্রেঞ্চ কাপে মোট ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এই টুর্নামেন্টে তারাই সবচেয়ে বেশি ট্রফি জয় করেছে। মার্সেই ১০টি ট্রফি জিতে দ্বিতীয় স্থানে আছে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ কাপের শুরুতেই দারুণ জয়। এবারেও পিএসজি শিরোপার দিকেই ছুটছে তবে!