রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ টাইগার্সে সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ টাইগার্সে সাইফুদ্দিন

বিশ্বকাপ দলে স্থান পাননি সাইফুদ্দিন। এনিয়ে আলোচনা কম হয়নি। তবে তাকে বসিয়ে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ টাইগার্স নামের ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করছে বিসিবি। আজ থেকে শুরু হচ্ছে ক্যাম্প। এখানে আছে সাইফুদ্দিনের নাম।  তবে পারিবারিক কারণে শুরুতেই থাকছেন না তিনি। ১০ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন। প্রথমে মিরপুরে চলবে ফিটনেস ও স্কিল ট্রেনিং। পাশাপাশি কৌশলগত পরিকল্পনা তৈরি নিয়েও কাজ চলবে। পরবর্তীতে বাংলাদেশ টাইগার্স যাবে সিলেটে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে কার্যক্রম চালাবে টাইগার্স। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় এবং কোনো এক সংস্করণে খেলা ক্রিকেটারদের নিয়ে ২০২২ সাল থেকে চলছে এই কার্যক্রম। তাদের ক্রিকেটে রাখার জন্যই এ ব্যবস্থা। টেস্ট দলের অনেকেই আছেন টাইগার্স ক্যাম্পে। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ছাড়াও মুমিনুল হক, সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহানরা আছেন এ ক্যাম্পে। বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে স্কোয়াডে। ২১ জনের দলে আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রিকেটার শুধু চারজন- মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ টাইগার্স : সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন, এনামুল হক, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার।

 

সর্বশেষ খবর