আর মাত্র কয়েকদিন বাকি উয়েফা ইউরো কাপের। আগামী ১৪ জুন থেকে শুরু হবে ফুটবলের দ্বিতীয় বড় এই আসর। ইউরো কাপের লড়াই শুরুর আগেই তারকা ফুটবলার হ্যারি কেইনকে সুস্থ দেখতে চান ইংল্যান্ডের কোচ সাউথগেট। পিঠের ইনজুরিতে ভুগছেন কেইন। মাঠে ফিরলেও পুরো ফিট নন তিনি। কোচ সাউথগেট বলেছেন, ‘আমাকে আগে হ্যারি কেইনকে ঠিক করতে হবে। কখনো কখনো আপনার ঠিক করতে হয় কীসে প্রাধান্য দেবেন এবং কী দেখতে চান। আপনি সব সময় সব চাওয়া পূরণ করতে পারবেন না।’ ইউরো কাপে ইংল্যান্ড সি গ্রুপে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়ার সঙ্গে খেলবে। ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মুখোমুখি হবে সার্বিয়ার।