গ্রুপপর্ব খেলেই বিদায়ের শঙ্কায় দুলছিল ইংল্যান্ড। সেখান থেকেই নিজেদের জয় ও স্কটল্যান্ডের হারে নিট রান রেটের ওপর ভর করে সুপার এইটে জায়গা করে নেয় তারা। টি-২০ বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়নরা সুপার এইটে খেলবে না তা অনেকের কাছে খারাপ লাগছিল। স্কটল্যান্ডের বিদায়টাও বেদনাদায়ক। কিন্তু শক্তির দিক দিয়ে ইংল্যান্ডের সঙ্গে তো তুলনা চলে না। নিউজিল্যান্ডের বিদায়টাও মানার মতো নয়। কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি। যাক ইংল্যান্ড আবার সেরা আটে জায়গা করে নেওয়ার পর স্বয়ং সুনীল গাভাস্কারই মন্তব্য করেন ‘সুপার এইটে সুপার ইংল্যান্ডকে দেখা যাবে’। প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ইংরেজরা তার আভাসও দিয়েছিলেন। যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে-বলে দক্ষতার পরিচয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছিল তাদের কি-না ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাটলাররা। তাও আবার টার্গেট ছোট ছিল না। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেই ইংল্যান্ড সেমিফাইনালে পা ফেলে রাখত, তারাই এখন টিকে থাকবে কি-না শঙ্কায় রয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে উত্তেজনায় ভরপুর ম্যাচে মাত্র ৭ রানে হেরে যায়। আজ বাঁচা-মরার লড়াইয়ে ব্রিজ টাউনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে। রাত ৮টা ৩০ মিনিটে এই ম্যাচ শুরু হবে। যুক্তরাষ্ট্র গ্রুপপর্বে চমক দেখালেও সুপার এইটে টানা দুই ম্যাচে হেরে তাদের সেমিতে খেলার সম্ভাবনা নেই। তবে ইংল্যান্ডকে হারাতে মরণকামড় দেবেই। ইংরেজদের ভয় তো এখানেই। সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে জিততেই হবে। পারবে কি ইংল্যান্ড?